Home আন্তর্জাতিক উৎসবের নগরী নিউজিল্যান্ডে নতুনের জয়গান

উৎসবের নগরী নিউজিল্যান্ডে নতুনের জয়গান

আন্তর্জাতিক ডেস্ক:

অকল্যান্ড ও ওয়েলিংটন থেকে সরাসরি নিউজিল্যান্ডে এখন ২০২৬ সালের প্রথম প্রহর। ঘড়িতে রাত ২টা বাজলেও রাজপথের কোলাহল এখনো কমেনি। দুই ঘণ্টা আগে অকল্যান্ডের স্কাই টাওয়ারে যে আতশবাজির ঝলকানি শুরু হয়েছিল, তার রেশ এখনো মানুষের চোখেমুখে লেগে আছে।

রাত ১২টা বাজার সাথে সাথেই অকল্যান্ডের আকাশ ছেয়ে গিয়েছিল বর্ণিল আলোয়। ৫০০ কেজি আতশবাজি এবং অত্যাধুনিক লেজার শো’র মাধ্যমে স্কাই টাওয়ারকে একটি আলোকস্তম্ভে পরিণত করা হয়েছিল। বর্তমান সময়ে মানুষ সেই আতশবাজি শেষে রাস্তার ধারের ক্যাফে এবং ক্লাবগুলোতে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করছে।

নিউজিল্যান্ডে এখন গ্রীষ্মকাল। তাই প্রচণ্ড শীতের বদলে সেখানে মনোরম আবহাওয়া বিরাজ করছে। বর্তমানে গিজবোর্ন (Gisborne) এবং মাউন্ট মঙ্গানুইয়ের মতো সমুদ্রসৈকতগুলোতে হাজার হাজার মানুষ ক্যাম্পিং করছে। তারা সৈকতের বালুচরে গান-বাজনা আর বারবিকিউর মাধ্যমে নতুন বছরের প্রথম রাতটি অতিবাহিত করছে।

ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চের প্রধান চত্বরগুলোতে আয়োজিত মিউজিক কনসার্টগুলো এখনো চলছে। তরুণেরা ডিজে মিউজিকের তালে মেতে আছে। বড় পর্দায় ডিজিটাল কাউন্টডাউন শেষে এখন চলছে একে অপরকে শুভেচ্ছা জানানো এবং নতুন বছরের সংকল্প (Resolution) নেওয়া।

শহরের কেন্দ্রস্থলগুলো এখনো লোকে লোকারণ্য। পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ রয়েছে। পাবলিক ট্রান্সপোর্টগুলো রাতভর সেবা দিচ্ছে যাতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে। অনেকে আবার ভোরের প্রথম সূর্যোদয় দেখার জন্য পূর্ব উপকূলের দিকে রওনা দিচ্ছে।