বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান সকালে গণমাধ্যমকে বলেছিলেন যে শেষ পর্যন্ত তিনি ভোটে থাকবেন যে কোন পরিস্থিতিতে। কিন্তু থাকেননি।
নির্বাচনী মাঠ ছেড়ে দিয়ে এসে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করলেন বেলা ১টায়। জানালেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট স্থগিত করে নতুন ভাবে নির্বাচন দেয়ার আবেদন করেছেন তিনি। ১৭০টি কেন্দ্রের মধ্যে প্রায় সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সাধারণ ভোটারদের যেতে দেয়া হচ্ছে না। গোপন বুথে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা ভোট দিচ্ছে। এসব কারণে ভোট স্থগিত করে পুনরায় ভোটের আবেদন করা হয়েছে।
মাহনগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, আমরা বলেছি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে। দেখতে পাচ্ছি চট্টগ্রাম-৮ আসনের ছাত্রলীগ যুবলীগ কর্মীরা কীভাবে সেখানে যেতে পারে।
প্রতি কেন্দ্রে ৫০০- ১০০০ লোক অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন কিছু ছেলে লাইন ধরে ভোট দিচ্ছে। সেখানে বয়স্ক, মধ্যবয়স্কদের দেখা যায়নি। সেখানে সবগুলো দলীয়, বাইরের ছেলে।
শাহাদাত হোসেন বলেন, ১১টা ৩৫ মিনিটে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। ১২০টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখনো কিছু করতে পারেননি।










