Home First Lead নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশনা আসছে চার-পাঁচ দিনের মধ্যে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশনা আসছে চার-পাঁচ দিনের মধ্যে: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চলমান রাজনৈতিক সংলাপের পরিপ্রেক্ষিতে চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান তিনি।

বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।”

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুঞ্জুরুল ইসলাম আফেন্দিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন, আগামী ৫ই আগস্টের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে।”

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুঞ্জুরুল ইসলাম আফেন্দি জানান, তারা তাদের দলীয় দাবি ও অবস্থান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।”

প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে আগ্রহ ও প্রস্তুতির গতি বেড়েছে। সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে শিগগিরই প্রশাসনিক প্রস্তুতিও চূড়ান্ত হবে।


নির্বাচনসংক্রান্ত সর্বশেষ খবর জানতে চোখ রাখুন businesstoday24.com-এ।