Home বিনোদন বলিউড অন্দরের বৈষম্য নিয়ে নুসরতের বিস্ফোরক অভিযোগ

বলিউড অন্দরের বৈষম্য নিয়ে নুসরতের বিস্ফোরক অভিযোগ

নুসরত ভরুচা
বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার ও ঝাঁ-চকচকে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু বাস্তবতা, যা কেবল ইন্ডাস্ট্রির ভেতরের মানুষেরাই জানেন। বহির্বিশ্বে রঙিন আলোর নীচে দাঁড়িয়ে থাকা এই দুনিয়াকে অনেকেই ঈর্ষণীয় মনে করলেও, বাস্তব ছবিটি কিন্তু একেবারেই ভিন্ন। অভিনেত্রীদের ক্ষেত্রে বৈষম্য, অব্যবস্থা ও অসম্মানজনক আচরণের কথা বারবার উঠে এসেছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত ভরুচা। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলিউডের অভ্যন্তরীণ বৈষম্য ও অব্যবস্থার বিষয়ে মুখ খোলেন।

নুসরত জানান, ভ্যানিটি ভ্যানে অভিনেত্রীদের জন্য বরাদ্দ বাথরুম এতটাই অপরিচ্ছন্ন থাকে যে, বাধ্য হয়ে তাঁকে একাধিকবার নায়কদের ভ্যান ব্যবহার করতে হয়েছে। তাঁর কথায়, “পরিচ্ছন্ন বাথরুম তো নারীদের বেশি দরকার। কিন্তু ইন্ডাস্ট্রির মাথাব্যথা নেই! একাধিকবার আমাকে নায়কের বাথরুমের দরজায় ধাক্কা দিতে হয়েছে।” এই অভিজ্ঞতা তাঁর একার নয়। বহু অভিনেত্রীই একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

শুধু ভ্যানিটির সমস্যা নয়, বহির্গামী শুটিংয়ের সময় অনেকে বাধ্য হয়েছেন ঝোপঝাড় বা অপ্রত্যাশিত জায়গায় শৌচকর্ম করতে। এই অসংবেদনশীল অব্যবস্থার বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে ক্ষোভ প্রকাশ করেন।

নুসরত আরও বলেন, নায়িকারা একটি সফল ছবি করার পরও যেখানে পরবর্তী কাজের জন্য অপেক্ষা করতে হয়, সেখানে নায়কের ভাগ্য হঠাৎ করেই উল্টে যায়। তাঁর কথায়, “ছবি হিট হতেই নায়কের পারিশ্রমিক দ্বিগুণ হয়। অথচ নায়িকাকে একই মর্যাদা পেতে আরও বহু ছবির অপেক্ষায় থাকতে হয়।”

এই প্রসঙ্গে বিমান ভ্রমণের এক অভিজ্ঞতার কথাও জানান নুসরত। তিনি বলেন, “আমরা একবার বাইরে শুট করতে যাচ্ছি। কয়েকটি ছবি হিট করায় পরিচিতি কিছুটা বেড়েছে। কিন্তু বিমানের টিকিট তখনও ইকনমি ক্লাসের। সেই সময় আমাদের টিমের এক সদস্য হঠাৎ এসে বললেন, ‘চলো বিজনেস ক্লাসে বসো।’ আমি রাজি হইনি। বলেছি, যেহেতু আমার নামে সেই টিকিট কাটেনি, তাই আমি ইকনমিতেই যাব।”

বলিউডের নারীদের প্রতি এই দ্বৈতমানসিকতা, অসম সম্মান এবং অসংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বরাবরই পুরুষ অভিনেতাদের পেছনে সম্পদ, সুযোগ ও সুবিধা ঢেলে দেওয়া হয়, আর নারীদের ন্যূনতম সম্মান ও সুপরিসর সুযোগ পেতে দীর্ঘদিন লড়াই করতে হয়।

নুসরতের এই বক্তব্য নতুন কিছু নয়, তবে এই ধরনের বিস্ফোরক অভিজ্ঞতা প্রকাশ্যে আসায় বলিউডের সেই উজ্জ্বল মুখোশের আড়ালের আসল চিত্র আরও একবার সামনে এলো।