বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: শ্রীপুরে নিজ সন্তানকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তি। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে শ্রীপুর থানায় গিয়ে নিজ হাতে ছেলেকে হত্যার কথা জানান তিনি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ বাড়ির মেঝে থেকে নিহত আনোয়ার হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করে।
মোহাম্মদ আলী শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া এলাকার বাসিন্দা। তিনি নিহত আনোয়ারের বাবা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘‘সকাল ৮টার দিকে থানায় এসে ওই বৃদ্ধ জানান, তিনি ছেলেকে খুন করেছেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
পুলিশ বলছে, আনোয়ার হোসেন বিদেশফেরত ছিলেন। প্রথমে চার বছর সৌদি আরবে, পরে দুই বছর মালয়েশিয়ায় কাজ করেন। দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে বাবার কাছে প্রায়ই টাকা চাইতেন। টাকা না দিলে হেনস্তা করতেন বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের।
নিহতের মামা আব্দুল জলিল জানান, ‘‘নেশার টাকার জন্য প্রায়ই আনোয়ার হোসেন তার বাবাকে মারধর করতেন। এমনকি জমি বিক্রি করে তাকে টাকা দিতেও বাধ্য হয়েছেন মোহাম্মদ আলী।’’
আরেক স্বজন শরিফুল ইসলাম বলেন, ‘‘সকালে হঠাৎ জানতে পারি আনোয়ার খুন হয়েছে। পরে জানতে পারি, খুন করেছেন তার নিজের বাবা এবং থানায় গিয়ে আত্মসমর্পণও করেছেন।’’
স্থানীয় ওয়ার্ড মেম্বার শহিদুল্লাহ বলেন, ‘‘এটা ভীষণ দুঃখজনক ঘটনা। একজন পিতা কতটা অসহায় হলে তার নিজের সন্তানকে হত্যা করতে পারেন!’’
ওসি আরও জানান, বুধবার ভোররাতে দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেন মোহাম্মদ আলী। হত্যার পর নিজেই থানায় এসে সব কিছু স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।