Home বিনোদন চেহারা নোরা ফতেহির মতো করতে ব্যায়াম করাতেন স্বামী

চেহারা নোরা ফতেহির মতো করতে ব্যায়াম করাতেন স্বামী

বিনোদন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে এক সরকারি স্কুলের শারীরশিক্ষার শিক্ষক শিবম উজ্জ্বলের বিরুদ্ধে স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে তাঁদের বিয়ে হয়। এরপর থেকেই স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মতো দেখতে লাগুক এই কারণে ঘণ্টার পর ঘণ্টা জোর করে ব্যায়াম করাতেন তিনি। খাবার নিয়েও কঠোর নিষেধাজ্ঞা ছিল, কখনও কখনও দিনের পর দিন অভুক্তও রাখতো বলে অভিযোগ করেছেন ওই বধূ।

স্ত্রীর অভিযোগ, শিবম শুধু সৌন্দর্য নিয়েই নয়, যৌতুকের জন্যও চাপ সৃষ্টি করতেন। কথায় কথায় তাঁকে অপমান করে বলতেন, তিনি নাকি আরও সুন্দরী কারও সঙ্গে বিয়ে করতে পারতেন। এ ছাড়া শিবমের পর্নোগ্রাফি আসক্তির কথাও তুলে ধরেছেন তিনি। স্বামী নিয়মিত পর্ন ছবি ও ভিডিও দেখতেন, আর আপত্তি জানালেই নির্যাতনের শিকার হতে হতো।

অভিযোগকারী মহিলার দাবি, বিয়েতে তাঁর পরিবার ৭০ লক্ষ টাকারও বেশি খরচ করেছে। স্বামীর পরিবারের হাতে দেওয়া হয়েছে সোনার গয়না, একটি স্করপিও গাড়ি এবং নগদ ১০ লক্ষ টাকা। তবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে যৌতুকের জন্য চাপ অব্যাহত ছিল। অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাপেরবাড়ি ফিরে যান। তবে গত ২৬ জুলাই শ্বশুরবাড়ি ফিরতে চাইলে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টে ভিডিও কলে তাঁকে এবং তাঁর পরিবারকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। গাজ়িয়াবাদ পুলিশ জানিয়েছে, শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। তবে পদক্ষেপ নেওয়ার আগে সব অভিযোগ যাচাই করে দেখা হবে।