বিনোদন ডেস্ক: বলিউডে ১০ বছরের দীর্ঘ লড়াই শেষে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন নোরা ফতেহি। নাচ, অভিনয় আর গ্ল্যামার দিয়ে জয় করেছেন কোটি মন। তবে এবারের গুঞ্জন তার ক্যারিয়ার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে।
বলিপাড়ায় জোর গুঞ্জন, মরক্কোর এক দাপুটে ফুটবলারের প্রেমে পড়েছেন এই ‘দিলবার’ গার্ল। আর সেই প্রেমের টানেই তড়িঘড়ি উড়ে গিয়েছেন আফ্রিকায়।
সম্প্রতি মুম্বইয়ে একটি পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন নোরা। মাথায় চোট পাওয়ায় কিছুদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাকে। সেই শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে উঠতেই কি এই সফর? নেটিজেনদের বড় অংশ মনে করছেন, এবারের সফরের উদ্দেশ্য একেবারেই আলাদা। অতীতে আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কে পড়লেও, কোনো অভিনেতার সঙ্গে নোরার প্রেমের খবর সেভাবে কখনও সামনে আসেনি। এবার সেই খরা কাটাতে চলেছেন এক ফুটবল তারকা।
নোরার জন্ম কানাডায় হলেও তার শিকড় মরক্কোয়। তার বাবা-মা সেখানেই থাকেন। তবে এবারের মরক্কো সফর কি শুধুই পরিবারের টানে?
গোপন সাক্ষাৎ: শোনা যাচ্ছে, দুবাইয়ে থাকাকালীন ওই ফুটবলারের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছেন নোরা।
আফ্রিকা কাপ অফ নেশনস: ২১শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘আফ্রিকা কাপ অফ নেশনস’, যা চলবে ১৮ই জানুয়ারি পর্যন্ত।
স্টেডিয়ামে উপস্থিতি: নোরার তথাকথিত প্রেমিক এই টুর্নামেন্টে খেলছেন। ভক্তদের ধারণা, গ্যালারিতে বসে প্রেমিকের হয়ে গলা ফাটাতেই এই মুহূর্তে আফ্রিকায় অবস্থান করছেন তিনি।
এক নজরে নোরার সফর ও গুঞ্জন
| বিষয় | বিবরণ |
| বর্তমান অবস্থান | মরক্কো/আফ্রিকা |
| সফরের কারণ | পরিবারের সাথে সাক্ষাৎ ও ফুটবল ম্যাচ দেখা |
| গুঞ্জন | মরক্কোর এক ফুটবলারের সাথে বিশেষ সম্পর্ক |
| বিশেষ ইভেন্ট | আফ্রিকা কাপ অফ নেশনস (২১ ডিসেম্বর – ১৮ জানুয়ারি) |









