বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: কানাডার অন্টারিও প্রদেশের স্টারজন লেকে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম উদ্যোক্তা আবদুল্লাহ হিল রাকিব এবং বিমানের বয়িং ৭৮৭ ড্রিমলাইনার পাইলট ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান (গুড্ডু) নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেল ৩টা ৬ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আবদুল্লাহ হিল রাকিব ছিলেন বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি এবং টিম গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। অপরদিকে ক্যাপ্টেন সাইফুজ্জামান পারিবারিক সফরে কানাডায় অবস্থান করছিলেন; তার মেয়ে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিজিএমইএর সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে দুই বন্ধু একটি ক্যানুতে করে লেকের পানিতে ঘুরছিলেন। মাত্র ১০ থেকে ১৫ ফুট দূরে অবস্থান করছিল তাদের পরিবারের সদস্যরা। হঠাৎ ক্যানুটি উল্টে যায় এবং দুইজনই পানিতে পড়ে যান।
দুজনেই সাঁতার জানলেও ক্যানুর নিচে কোমর পর্যন্ত আটকে যাওয়ায় তারা পানির নিচ থেকে বেরিয়ে আসতে পারেননি। এই ফাঁদে আটকে যাওয়াই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম KawarthaNOW-এর প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার সময় তাদের সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে রাকিব ও সাইফুজ্জামান দুজনই ডুবে মারা যান। স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না।
সোমবার (৯ জুন) সকাল ৭টায় বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল রাকিবের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন সদস্যদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, “আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্মানিত সদস্য আবদুল্লাহ হিল রাকিব গতকাল কানাডার স্টারজন লেকে নৌকা উল্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”
দুই পরিবারের মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানের টরন্টো অফিস ও বাংলাদেশের হাইকমিশন যৌথভাবে ক্যাপ্টেন সাইফুজ্জামানের মরদেহ দেশে আনার প্রস্তুতি নিচ্ছে। একইভাবে রাকিবের মরদেহ ফেরত আনতে কাজ করছে কনস্যুলেট কর্তৃপক্ষ।
আবদুল্লাহ হিল রাকিব বাংলাদেশের পোশাক খাতে একজন অগ্রণী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১৩–২০১৭ পর্যন্ত দু’টি মেয়াদে বিজিএমইএর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জাপান, ব্রাজিল, মেক্সিকো ও চিলিতে নতুন বাজার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ড সদস্য হিসেবে শিক্ষাক্ষেত্রেও রেখে গেছেন দৃঢ় অবদান।
টিম গ্রুপের অধীনে বর্তমানে ছয়টি গার্মেন্টস ও ব্যাকওয়ার্ড লিংকেজ কারখানা রয়েছে—ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, ফোরএ ইয়ার্ন ডাইং, গ্রামটেক, সাউথ এন্ড সুয়েটারস, মার্স স্টিচ এবং সিবিএম লিমিটেড। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ব্যবসায়িক মডেল গড়ে তোলায় একটি সোনালি স্বীকৃতিপ্রাপ্ত (LEED Gold) কারখানার পাশাপাশি দুটি প্লাটিনাম সার্টিফিকেশনেও কাজ করছে।
রাকিবের প্রতিষ্ঠানে বর্তমানে ১৫ হাজার ৮০০ জন কর্মী নিয়োজিত।
বাংলাদেশের বাণিজ্য ও বিমান খাতে এই শোকাবহ মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
👉 আপনিও আবদুল্লাহ হিল রাকিব বা ক্যাপ্টেন সাইফুজ্জামানকে কাছ থেকে চিনতেন? তাদের স্মৃতিচারণ পাঠাতে পারেন আমাদের ইনবক্সে। আরও সংবাদ পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।