Home জাতীয় ২৮ মে’র মধ্যে নৌযান শ্রমিকদের বকেয়া পরিশোধে কঠোর নির্দেশ: না হলে জেল

২৮ মে’র মধ্যে নৌযান শ্রমিকদের বকেয়া পরিশোধে কঠোর নির্দেশ: না হলে জেল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঈদের আগে নৌযান শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করলে কঠিন পরিণতির মুখে পড়বেন মালিকরা। এমন হুঁশিয়ারি দিয়ে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন  বলেছেন, ‘‘হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে। বেতন না দিলে দেশের বাইরে তো দূরের কথা, ঢাকার বাইরেও যেতে দেওয়া হবে না।’’

বুধবার সকালে সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে নিরাপদ ও শৃঙ্খল যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এই কড়া বার্তা দেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘‘২৮ মে’র মধ্যে শ্রমিকদের সব বকেয়া বেতন পরিশোধ করতে হবে। যাদের বিরুদ্ধে মামলাজনিত অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পালিয়ে থাকলে রেড এলার্ট জারির সুপারিশ করা হয়েছে।’’ তিনি আরও জানান, ইতিমধ্যেই বেতন না দেওয়ার কারণে ৫ জন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, আরও অনেকের বিরুদ্ধেও মামলা করা হবে।

সভায় ঈদের সময় নৌপথে যাত্রী পরিবহনে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘‘দক্ষিণবঙ্গে প্রচুর মানুষ যাতায়াত করেন। রোজার ঈদে ভালো ব্যবস্থাপনা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। নৌ পুলিশ, কোস্টগার্ড এবং আনসার বাহিনী থাকবে প্রতিটি লঞ্চে।’’

পাল্লা দিয়ে বড় লঞ্চ চালানো নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘বুড়িগঙ্গা নদীতে লঞ্চ চলাচলের সময় গতি কমাতে হবে। যাতে ঢেউ সৃষ্টি হয়ে ছোট নৌযান বা নৌকা বিপদে না পড়ে। ওভারলোড নিষিদ্ধ। যাত্রী ছাদে উঠবে না। আবহাওয়া পূর্বাভাস নিয়মিত দিতে হবে।’’

উপদেষ্টা আরও বলেন, ঈদের তিন দিন আগে থেকে ঈদের সাত দিন পরে পর্যন্ত বাল্কহেড চলবে না এবং রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। জামালপুরের যোগাযোগ সহজ করতে রৌমারী-চিলমারী রুটে দুটি ফেরি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, যা প্রায় ১০০ কিলোমিটার পথ কমিয়ে দেবে।