এভিয়েশন ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝ-আকাশে দুটি হালকা বিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে ওয়েডারবার্নের ন্যাপারফিল্ড এয়ারফিল্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষের পর একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত বিমানটিতে তিনি একাই ছিলেন।
তবে সংঘর্ষে জড়িত অপর বিমানটি বড় ধরনের ক্ষতি এড়িয়ে নিরাপদে এয়ারফিল্ডে অবতরণ করতে সক্ষম হয় এবং সেই পাইলট অক্ষত আছেন বলে জানিয়েছে জরুরি পরিষেবা বিভাগ।
উড্ডয়নের কারণ
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমান দুটি ‘ফ্রিডম ফরমেশন ডিসপ্লে টিম’-এর অংশ ছিল। মোট চারটি বিমান মিলে একটি অ্যারোবেটিক বা কসরত প্রদর্শনী শেষে এয়ারফিল্ডে ফেরার পথে অবতরণের আগমুহূর্তে এই সংঘর্ষ হয়। উল্লেখ্য, এই দলটি দক্ষিণ গোলার্ধের বৃহত্তম ফরমেশন অ্যারোবেটিক ডিসপ্লে টিম হিসেবে পরিচিত।
এক বিবৃতিতে ফ্রিডম ফরমেশন টিম গভীর শোক প্রকাশ করে বলেছে, “দুর্ভাগ্যজনকভাবে সিডনির দক্ষিণ-পশ্চিমে আমাদের কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা তদন্তকারী কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি এবং নিহত পাইলটের পরিবারের পাশে আছি।”
তদন্ত কার্যক্রম
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নেতৃত্ব দিচ্ছে এটিএসবি। নিউ সাউথ ওয়েলস পুলিশ ইতিমধ্যে দুটি ঘটনাস্থল (ক্রাইম সিন) ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, তাঁরা বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন এবং ক্যানবেরায় তাদের গবেষণাগারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করবেন। এছাড়া ফরমেশন ফ্লাইটে থাকা অন্য পাইলট ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য ও ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করা হবে।










