Home চট্টগ্রাম সৌর ও বায়ুবিদ্যুতে বিনিয়োগ দাবিতে চট্টগ্রামে যুব পদযাত্রা

সৌর ও বায়ুবিদ্যুতে বিনিয়োগ দাবিতে চট্টগ্রামে যুব পদযাত্রা

পদযাত্রা চট্টগ্রামে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিপুল অংকের বৈদেশিক মুদ্রা খরচ করে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির পরিবর্তে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে চট্টগ্রামে যুব পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) কর্ণফুলী নদীর তীরে ব্রিজঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই-বাংলাদেশ। জেটনেটবিডি-এর সহযোগিতায় আয়োজিত এই পদযাত্রায় বিপুলসংখ্যক তরুণ ও পরিবেশকর্মী অংশ নেন।

অর্থনীতির ওপর চাপ ও লোকসানের খতিয়ান
সমাবেশে বক্তারা জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরেন। তারা জানান, প্রতি বছর বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি আমদানিতে প্রায় ৫৫ হাজার কোটি টাকা ব্যয় হয়, যার বড় একটি অংশ যায় এলএনজি আমদানিতে। বক্তারা পরিসংখ্যান দিয়ে বলেন, প্রতি ঘনমিটার এলএনজি আমদানিতে খরচ হয় ৭৯.৩৩ টাকা, অথচ বিদ্যুৎ খাতে তা বিক্রি করা হচ্ছে মাত্র ১৪.৭৫ টাকায়। ফলে প্রতি ঘনমিটারে সরকারকে ৬৪.৫৮ টাকা লোকসান গুনতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, গ্যাসের ঘাটতি থাকার পরও সরকার বিগত চার বছরে নতুন ১১টি এলএনজি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছে। এলএনজি সরবরাহ না থাকলে এই কেন্দ্রগুলো অলস বসে থাকবে, কিন্তু সরকারকে ঠিকই বিশাল অংকের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হবে। ২০২২-২৩ অর্থবছরেই বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের ১৭ হাজার ৬৫০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে বলে সমাবেশে উল্লেখ করা হয়।

জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি
পদযাত্রায় বক্তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে বলেন, এলএনজি ও পেট্রোলিয়ামের সরবরাহ ক্রমশ ঝুঁকিতে পড়ছে। উদাহরণ হিসেবে তারা গত ঘূর্ণিঝড় ‘মোখা’র কথা স্মরণ করিয়ে দেন, যখন মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চট্টগ্রামসহ সারা দেশে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বক্তারা অভিযোগ করেন, জ্বালানি আমদানি ও ক্যাপাসিটি চার্জের বোঝা মেটাতে গিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের মতো জরুরি খাতে বাজেট বরাদ্দ কমছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশের মারাত্মক বিপর্যয় ডেকে আনছে।

দাবি ও বক্তাদের বক্তব্য
সমাবেশ থেকে অবিলম্বে এলএনজি আমদানি পরিকল্পনা বাতিল করে সেই অর্থ সৌর ও বায়ুবিদ্যুতের মতো টেকসই খাতে বরাদ্দের জোর দাবি জানানো হয়।

পদযাত্রায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিআরসিডির নির্বাহী পরিচালক ও ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, আইএসডিই-এর কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, ইন্টার্ন মো. সাইমন ইসলাম এবং ক্যাব যুব গ্রুপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।