Home চট্টগ্রাম পরিচালনা পর্ষদ বাতিলের পর বাফায় এবার সহায়ক কমিটি

পরিচালনা পর্ষদ বাতিলের পর বাফায় এবার সহায়ক কমিটি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগে পরিচালনা পর্ষদ বাতিল বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশন (বাফা)–এর ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় গত জুনে আনুষ্ঠানিকভাবে বাফার পরিচালনা পর্ষদ বাতিল করে এবং মন্ত্রণালয়ের উপ-সচিব মিজ নাসরিন সুলতানাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে অতি সম্প্রতি প্রশাসককে সহযোগিতা করার জন্য এবং সংগঠনের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওই ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে।

সহায়ক কমিটির সদস্যরা হলেন:  মিজানুর রহমান, অমিয় শঙ্কর বর্মণ,  নূর আলম সিদ্দিক, মোয়াম্মার আহমদ, খাইরুল আলম (সুজন),  মুনির মাহফুজ রায়ান,  মো. আলাউদ্দিন আল আজাদ  এবং এস. মহিউদ্দিন আহমেদ। 

মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, কোভিড প্রণোদনার নামে বাফার পরিচালনা পর্ষদ সাধারণ সদস্যদের অজ্ঞাতে সংগঠনের তহবিল থেকে এক কোটিরও বেশি টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে আত্মসাৎ করেছে। এই অর্থ ব্যয়ের অনুমোদন বা হিসাব কোনোটাই সদস্যদের সামনে উপস্থাপন করা হয়নি। এ ঘটনায় বাফাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী, বাফার  নেতৃত্ব ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রমে অস্বচ্ছতা সৃষ্টি করেছে। তাই বাতিল করা হয পরিচালনা পর্ষদ। 

গত ১৪ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাধারণ সদস্যদের নামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনে (বাফা) বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্রশাসককে অবিলম্বে অপসারণ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি জানানো হয়। এ সময় বাফার সাবেক সভাপতি কবির আহমেদ, সাধারণ সদস্য বেলায়েত, কামাল আহমেদ, আজিজুর রহমান মজুমদার, নুরুদ্দীন, জন এন ম-ল, সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) বাংলাদেশের ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের জাতীয় বাণিজ্য সংগঠন। ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট মাল পরিবহন, কাস্টমস ব্রোকারেজ, গুদামজাতকরণ, ডকুমেন্টেশন, মালবাহী জাহাজ বুকিং এবং মাল্টিমোডাল লজিস্টিকস সেবার সঙ্গে জড়িত প্রায় ১২০০ সদস্যের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করে থাকে। জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস হাউজ, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন এয়ারলাইন্স, শিপিং লাইন্সসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সাথে বাণিজ্যিক ও নীতিনির্ধারণ সংক্রান্ত কার্যক্রমে বাফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।