Home আইন-আদালত কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

কক্সবাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার নিয়ে কক্সবাজার সদর উপজেলা সংলগ্ন কাঁচাবাজারে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়, যেখানে অবৈধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে, কাঁচাবাজার থেকে মোট ২৮.১০ কিলোগ্রাম নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জড়িতদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ৪,০০০/- (চার হাজার টাকা) জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিফাত হোসেন এবং  সুমাইয়া বিনতে আফসার। পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক  মো: মুসাইব ইবনে রহমান প্রসিকিউশন পক্ষের দায়িত্ব পালন করেন।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা অভিযানকে সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সংস্থাটি পরিবেশ রক্ষায় তাদের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে।