Home সারাদেশ বাস-মাহিন্দ্রা সংঘর্ষ: একই পরিবারের দুইজনসহ নিহত ৫

বাস-মাহিন্দ্রা সংঘর্ষ: একই পরিবারের দুইজনসহ নিহত ৫

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফরিদপুর:  ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৪ জুন) সকাল সোয়া ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাটগামী একটি মাহিন্দ্রা গাড়িকে পাশ থেকে ধাক্কা দেয় ঢাকাগামী মিজান পরিবহণের একটি যাত্রীবাহী বাস। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতব্বর (৫০), শিবচরের মাদবরচর গ্রামের ইব্রাহিম সরদার, তার ছেলে মনির সরদার এবং একই গ্রামের বাদশা শেখের ছেলে তারা মিয়া।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হয় হাইওয়ে পুলিশও।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিব জুবায়ের জানান, আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

তাৎক্ষণিকভাবে নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।