পশ্চিমমুখী রুটে বড় প্রভাব, বিকল্প পথে বাড়তি সময় ও জ্বালানি খরচ; চাপে যাত্রী ও বিমান সংস্থা
বিজনেসটুডে২৪ ডেস্ক:কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার জেরে ফের ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা। ঘটনার জবাবে ভারত একাধিক কূটনৈতিক ও প্রতিরক্ষা ঘরানার পদক্ষেপ গ্রহণ করে। তারই পাল্টা হিসেবে বৃহস্পতিবার ইসলামাবাদ ঘোষণা করে, ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মালিকানাধীন কিংবা ভারতের দ্বারা নিয়ন্ত্রিত কোনও বিমান আর পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। এর ফলে ভারতের আন্তর্জাতিক উড়ান পরিষেবায় তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে ইউরোপ, আমেরিকা ও পশ্চিম এশিয়ায় উড়ানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশপথ সবচেয়ে সংক্ষিপ্ত ও সুবিধাজনক রুট। এখন থেকে বিমানগুলিকে আরব সাগর ঘুরে যেতে হবে, যা তুলনামূলকভাবে দীর্ঘ এবং ব্যয়বহুল।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো সংস্থাগুলি জানাচ্ছে, প্রতিটি যাত্রায় অতিরিক্ত ২–২.৫ ঘণ্টা সময় লাগবে, ফলে বিমান ভাড়া ৮–১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।