Home Third Lead খালি কলসী হাতে নারীদের মানববন্ধন: চট্টগ্রামে ওয়াটার গ্রিড বাস্তবায়নের আহ্বান

খালি কলসী হাতে নারীদের মানববন্ধন: চট্টগ্রামে ওয়াটার গ্রিড বাস্তবায়নের আহ্বান

চট্টগ্রাম: ক্রমবর্ধমান পানি সংকট মোকাবেলায় টেকসই সমাধান হিসেবে “ওয়াটার গ্রিড” ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে চট্টগ্রামের জনসাধারণ ও বিশেষজ্ঞরা। ২৬ আগস্ট মঙ্গলবার বিশ্ব পানি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয়ভাবে ওয়াটার গ্রিড প্রতিষ্ঠা করলে প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে উপকূলীয় নগর পর্যন্ত ন্যায্য পানি বিতরণ সম্ভব হবে।

মতবিনিময় সভার আগে খালি কলসী হাতে নারীরা মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে পানির সংকটের ভয়াবহ বাস্তবতা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী দখল ও ভরাটের ফলে কর্ণফুলী নদীর পানি সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে পানির অভাব ক্রমশ প্রকট হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নারী, যারা প্রতিদিন কয়েক কিলোমিটার দূরে পানি আনতে বাধ্য হন। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে এবং সংসার, শিশু পরিচর্যা ও জীবিকার কাজে অংশগ্রহণ সীমিত হচ্ছে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, “কাপ্তাই লেক ভরাট হয়ে যাচ্ছে। আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ হয়নি। কাপ্তাই লেককে বাঁচানো না গেলে পানি সংকট আরও প্রকট হবে। কর্ণফুলী নদী আমাদের মূল উৎস, কিন্তু লবণাক্ততা একটি বড় সমস্যা। আমরা মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করেছি, কিন্তু খরচ প্রতি কিউবিক মিটারে প্রায় ১৫০ টাকা। জাতীয় পর্যায়ে ওয়াটার গ্রিড বাস্তবায়িত হলে খরচ অনেকটাই কমে যাবে এবং সারাদেশের পানি সমস্যার সমাধান সম্ভব হবে।”

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম বলেন, “আমাদের পতেঙ্গায় যথেষ্ট জলরাশি আছে, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারছি না। প্রকৃতিকে ধ্বংসের কারণে এখন প্রকৃতি আমাদের সঙ্গে বিরূপ আচরণ করছে। তাই প্রতিটি ভবনে প্রাকৃতিকভাবে পানি সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে এবং ধ্বংস হওয়া জলধারাগুলো রক্ষা করতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন সরকারের যুগ্ম সচিব ও ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আশরাফ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক বিষ্ণু কুমার সরকার এবং প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের অধ্যাপক ড. খালেদ মিজবাহউজ্জমান, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ভুইয়া নজরুল, চট্টগ্রাম সিটিকরপোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, অপকার নির্বাহী পরিচালক মোঃ আলমগীর, যুব ক্যাব চট্টগ্রামের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব নেতা জান্নাতুল ফেরদৌস এবং যুব ক্যাব সদস্য আমজাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী।

বক্তারা বলেন, পানি সংকট শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি একটি মানবাধিকারের বিষয়। তাই কাপ্তাই লেক রক্ষা, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ এবং জাতীয় ওয়াটার গ্রিড বাস্তবায়নে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবারের বিশ্ব পানি সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো “Water for Climate Action”, যা পানি সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও জাতীয় সমাধানের ওপর গুরুত্বারোপ করছে।

খালি কলসী হাতে নারীদের এই মানববন্ধন ও মিছিল বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা দিয়েছে— “পানি নেই, জীবন নেই। পানি সংকট সমাধানে এখনই পদক্ষেপ নিন।”

– সংবাদ বিজ্ঞপ্তি