Home First Lead সেই জাহিদের গ্রামের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ

সেই জাহিদের গ্রামের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, শরীয়তপুর: নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি ও ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করা হয়েছে।

ঘটনা ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায়। স্থানীয় সূত্র জানায়, জাহিদ হাসানের বিরুদ্ধে নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম ছোড়ার অভিযোগ উঠার পর জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদের গ্রামের প্রধান ফটকে অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ জনতা জাহিদের বাড়ি ও দেওয়াল লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গেছে এবং জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে যাওয়া এনসিপির নেতাদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হয়েছে। তিনি আরও জানান, বুধবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্র সফরে আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাকা বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ হিসেবে ছাত্র-জনতা জাহিদ হাসানের দেশে বাড়ির ফটকে ডিম ছোড়েছে।

তবে জেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী সবুজ তালুকদার জানান, কারা ডিম নিক্ষেপ করেছে তা তারা সঠিকভাবে জানে না। তাদের উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবাদ জানানো, কোনো ব্যক্তির বাড়িতে হামলা করা নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শরীয়পু্রের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল-৪ থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে কটূক্তি করে। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের নাম অভিযোগে উল্লেখ হয়।