Home সারাদেশ সুইচ বন্ধ করতে গিয়ে প্রাণ গেল তিন পাহাড়ি নারীর

সুইচ বন্ধ করতে গিয়ে প্রাণ গেল তিন পাহাড়ি নারীর

ছবি এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পাড়ার তিন জন ম্রো নারী। সোমবার ভোররাতে রাংলাই হেডম্যান পাড়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহতরা হলেন—রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১) এবং মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। প্রত্যেকেই ছিলেন ওই পাহাড়ি জনপদের স্থায়ী বাসিন্দা।

পাড়ার বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এরপর বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ সংযোগে স্ফুলিঙ্গ দেখা দিতে থাকে। আতঙ্কে বাসিন্দারা ঘরের বাতি ও ফ্যানের সুইচ বন্ধ করতে যান। তখনই বৈদ্যুতিক শকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন নারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, অপরজনকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, “ট্রান্সফরমারে বিস্ফোরণের পর তারে শর্টসার্কিট হয়। সে সময় ঘরে বিদ্যুৎ চালু ছিল। সুইচ বন্ধ করতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে আমরা শুনেছি।”

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে জানান, “এ ঘটনায় তিনজন নারী মারা গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি দুজনের মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের এই জাতিগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ ও ব্যবস্থাপনা নিয়ে।