বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পাহাড় কাটা ও শব্দ দূষণের বিরুদ্ধে একযোগে দুটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে পাহাড় কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে চারটি বাসকে জরিমানা ও হর্ণ জব্দ করা হয়েছে।
সোমবার (১৮ই আগস্ট) কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২৫শে জুলাই, ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে আসামীদের পাওয়া না গেলেও, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা সদর থানার ওসিকে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন। একইসাথে, ভবিষ্যতে পাহাড় কাটা রোধে ঘটনাস্থলে একটি লাল পতাকা স্থাপন করা হয়।
একই দিনে, দুপুর ২:৩০ থেকে ৩:০০ পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শব্দ দূষণ বিরোধী আরেকটি অভিযান চলে। এই অভিযানে যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অভিযোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এই কোর্টে ০৪টি বাসের হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং মোট ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মুসাইব ইবনে রহমান। অভিযানে জেলা পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত থেকে সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক (চলতি দায়িত্ব) খন্দকার মাহমুদ পাশা জানান, পরিবেশ সুরক্ষায় অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।