বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের কাজিরবাজার কুরবানির পশুর হাটে এবার সবার নজর কেড়েছে দুইটি ব্যতিক্রমধর্মী মহিষ। একটির নাম ‘ব্ল্যাক ডায়মন্ড’, অপরটির নাম ‘পিংক ডায়মন্ড’। গায়ের রঙের সঙ্গে মিলিয়ে রাখা এই নাম এখন হাটজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত, সবাই যেন এক নজর দেখতে চান রঙে-রূপে নজরকাড়া মহিষজোড়াকে।
বুধবার সরেজমিনে দেখা যায়, মহিষ দুটি ঘিরে তৈরি হয়েছে ভিড়ের ঢল। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ আবার হাত বাড়িয়ে আদর করছেন প্রাণীগুলোকে। রোদ কিংবা বৃষ্টি, দিনভর আগ্রহীদের আনাগোনায় সরগরম থাকছে মহিষ দুটির ঘর।
মহিষগুলোর মালিক মোয়াজ্জেম আহমেদ জানালেন, এই দুটি মহিষ তারা এনেছেন মৌলভীবাজারের আরকে ডেইরি ফার্ম থেকে। তিনি বলেন, “ব্ল্যাক ডায়মন্ড পুরোপুরি কালো রঙের আর পিংক ডায়মন্ডের গায়ের রঙ একেবারে হালকা গোলাপি। দুটিরই ওজন বেশি ও স্বাস্থ্যের দিক থেকেও খুব ভালো। অনেকেই দামাদামি করছেন, তবে এখনো প্রাপ্য দাম মেলেনি। ভালো দাম পেলে ছেড়ে দেবো।”
কথা হয় গরু কিনতে আসা উবেদ আহমেদ নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, “দেশি গরুর দাম এবার তুলনামূলকভাবে কিছুটা বেশি। আমি ছেলেদের নিয়ে গরু কিনতে এসেছি। যদি পছন্দসই কিছু পাই এবং দামে মিলে যায়, তাহলে এখান থেকেই কিনবো।” তবে তিনিও ব্ল্যাক ও পিংক ডায়মন্ড দেখতে এসে বেশ মুগ্ধ।
প্রাণীপ্রেমীদের অনেকেই বলছেন, কেবল কুরবানির পশু হিসেবেই নয়, প্রদর্শনীর জন্যও এই ধরনের বিশেষ পশুর হাটে থাকা দরকার। কারণ এসব পশু একদিকে যেমন উৎসবের আমেজ বাড়ায়, অন্যদিকে শিশু-কিশোরদের মাঝেও পশুর প্রতি আগ্রহ তৈরি করে।
সিলেটের কাজিরবাজার হাটে এমন ব্যতিক্রমী পশুর আগমন যেন একধরনের আনন্দের রঙ ছড়িয়েছে কুরবানির বাজারে। যারা কিনতে পারবেন না, তারাও অন্তত ছবি তুলে বা ছুঁয়ে দেখে ফিরে যাচ্ছেন খুশি মনে।
📌 আপনার কেমন লেগেছে ব্ল্যাক ডায়মন্ড ও পিংক ডায়মন্ডের গল্প?
🐃 এমন ব্যতিক্রমধর্মী মহিষ কি এর আগে কখনও দেখেছেন? আপনার মতামত কমেন্টে জানান।
👍 পছন্দ হলে লাইক দিন
🔁 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
📰 আরও এমন খবর পড়তে ভিজিট করুন: বিজনেসটুডে২৪.কম