Home সারাদেশ কুষ্টিয়ায় জমির হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন আটক

কুষ্টিয়ায় জমির হত্যার অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন আটক

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষক জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার ভোররাতে আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের মধ্যে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩) রয়েছেন।

ঘটনার পটভূমিতে জানা গেছে, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে জমির উদ্দিনের ওপর হামলা চালানো হয়। হামলার সময় অনিক খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জসিম নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের মধ্যে জমির উদ্দিনকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা এই ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন। পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেছেন।