বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে ইতিবাচক ধারায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্টের বেশি বেড়েছে। বাজারে অংশগ্রহণকারী বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের এই ঊর্ধ্বগতি দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্যমতে, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের মধ্যে ডিএসইএক্স সূচক বেড়েছে ৭৮ দশমিক ৫৭ পয়েন্ট। এই বৃদ্ধির ফলে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৯ দশমিক ১৪ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস সূচক ১১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ দশমিক ২৭ পয়েন্টে।
অন্যদিকে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর শেয়ারের দর বাড়ায় ডিএস-৩০ সূচকও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। সূচকটি বেড়েছে ৪৩ দশমিক ১৯ পয়েন্ট। যার ফলে এটি পৌঁছেছে ২ হাজার ৭৩ দশমিক ৩৫ পয়েন্টে।
এ সময়ের মধ্যে ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৮৫টির দাম কমেছে এবং ৭৪টির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সবমিলিয়ে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ কোটি ৭৫ লাখ টাকা।
অন্যদিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দেখা গেছে ইতিবাচক প্রবণতা। সেখানে প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২২৪ দশমিক ৫৯ পয়েন্ট। সূচকটি এখন অবস্থান করছে ১৪ হাজার ৮৭৯ দশমিক ০৯ পয়েন্টে। একই সময়ে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৪৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং অবস্থান করছে ৯ হাজার ১০২ দশমিক ৮৯ পয়েন্টে।
এ ছাড়া সিএসই-৫০ সূচক ২৪ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ২৪৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৫ দশমিক ০৬ এবং ১৩ হাজার ১০৩ দশমিক ৪৬ পয়েন্টে। অপর একক সূচক সিএসআই সূচক বেড়েছে ৮ দশমিক ১৬ পয়েন্ট এবং অবস্থান করছে ৯৪৪ দশমিক ১৮ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ সময় মোট লেনদেন হয়েছে ২ কোটি ৫২ লাখ ৮৫ হাজার টাকার। এখানে ১৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি।
বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও বীমা খাতে কিছুটা স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ফলে বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।