বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:পুঁজিবাজারে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী দুই মাসের মধ্যেই এসব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি মাল্টিপারপাস হলে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “কমিশন বর্তমানে পুঁজিবাজার সংস্কারে সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা।” তিনি জানান, সংস্কারের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মার্জিন রুলস, মিউচুয়াল ফান্ড প্রবিধান, আইপিও প্রবিধান এবং করপোরেট গভর্ন্যান্স নীতিমালা আধুনিকায়ন।
তিনি বলেন, “এসব সংস্কার বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো হবে যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত। আমরা চাই, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হোক এবং বাজারে স্থিতিশীলতা ফিরুক।”
চেয়ারম্যান আরও জানান, বাজারে অতীতের অনিয়ম ও অসঙ্গতির ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিশন সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি কাঠামোগত সমস্যাগুলো—বিশেষ করে নেতিবাচক ইকুইটি—সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, “এসব সংস্কার কার্যক্রমের ইতিবাচক প্রভাব খুব শিগগিরই পুঁজিবাজারে অনুভূত হবে। বাজারের টেকসই উন্নয়নের জন্য কমিশন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।”
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাজারের দক্ষতা, নিরাপত্তা ও তারল্য বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেন।
বৈঠকে বিএসইসি কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।










