Home চট্টগ্রাম সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের ওপর হামলা, বিক্রয় প্রতিনিধি গ্রেপ্তার

সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের ওপর হামলা, বিক্রয় প্রতিনিধি গ্রেপ্তার

কনস্টেবল মো. আজাদ উদ্দিন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতকানিয়া: সাতকানিয়া উপজেলায় দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটেছে। মহাসড়কের ওপর কাভার্ড ভ্যান রেখে মালামাল সরবরাহের ঘটনাকে কেন্দ্র করে বিক্রয় প্রতিনিধি এক পুলিশ সদস্যকে স্টিলের টুল দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। পরে পুলিশ ওই বিক্রয় প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) সকালে কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কেরানীহাট হক টাওয়ারের সামনে। আহত পুলিশ সদস্য মো. আজাদ উদ্দিন (৩৮) দীর্ঘদিন ধরে কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

কনস্টেবল আজাদ উদ্দিন জানান, এক বিক্রয় প্রতিনিধি মহাসড়কের উপর কাভার্ড ভ্যান রেখে মালামাল নামাচ্ছিলেন। তাকে গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। বাধা দিলে তিনি স্টিলের টুল দিয়ে মাথায় আঘাত করেন ও পরে ইট ছুড়ে মারেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় দুটি সেলাই দিতে হয়েছে এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

কেরানীহাট ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওপর রেখে মালামাল নামানো হচ্ছিল। এতে যানজটের আশঙ্কা থাকায় কনস্টেবল আজাদকে ব্যবস্থা নিতে বলি। বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি পুলিশ সদস্যকে আঘাত করেন। ঘটনার পরপরই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় কনস্টেবল আজাদ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে।