Home সারাদেশ ফুলগাজী সীমান্তে নারী-শিশুসহ ২৭ জন আটক

ফুলগাজী সীমান্তে নারী-শিশুসহ ২৭ জন আটক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: ফুলগাজীর বিভিন্ন সীমান্তে ভারত থেকে আসা ২৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া, মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া ও সদর ইউনিয়নের সোনারপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাঁদের মধ্যে সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে। সবার বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন গ্রামে। কাজের সন্ধানে গতো ৫ থেকে ১০ বছর আগে সীমান্ত পাড়ি দিয়ে তাঁরা ভারতে গিয়েছিলেন।

আটককৃতরা জানান, ভারতের হরিয়ানা রাজ্যের খরগোদা এলাকায় তাঁরা দীর্ঘদিন ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাঁদের কারও কাছে বৈধ কাগজপত্র, ভিসা বা পাসপোর্ট নেই। সীমান্ত থেকে আটক করা ব্যক্তিদের মধ্যে ছকের আলী (৬০) নামের একজন বলেন, ‘ভারতে বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা। কাজ করলেও ঠিক মতো টাকা দেয় না। টাকা চাইলে দেশে পাঠিয়ে দেওয়ার ভয় দেখাত মালিক।’

কমুয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য সাইফুল ইসলাম জানান, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ট্রাকে করে তাঁদের সীমান্তে এনে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়। বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা ও আসাম সীমান্তসংলগ্ন বিএসএফ ক্যাম্প থেকে মোট ২৭ জনকে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া, মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া এবং সদর ইউনিয়নের সোনারপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়।

মিলন (৫৫) নামে আরেকজন বলেন, ‘বিএসএফ আমাদের কাছ থেকে মোবাইল আর ভারতীয় টাকা রেখে দিয়েছে। শুধু বাংলাদেশি ২০০ টাকা পকেটে দিয়ে আমাদের সীমান্তে নামিয়ে দিয়েছে।’

আটকের পর তাঁদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘আটকদের আমরা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তাঁরা জানান, তাঁরা সবাই বাংলাদেশি। বর্তমানে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, তাঁদের আপাতত একটি স্থানীয় বিদ্যালয়ে রাখা হয়েছে। সেখানেই প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ প্রাথমিক সেবার ব্যবস্থা করা হয়েছে। পরিচয় যাচাই ও পরবর্তী পদক্ষেপের কাজ চলছে বলে তিনি জানান।

📢 আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন।