Home First Lead খাগড়াছড়িতে পুশ ইন ৬৬ ভারতীয়কে আটক করেছে বিজিবি

খাগড়াছড়িতে পুশ ইন ৬৬ ভারতীয়কে আটক করেছে বিজিবি

খাগড়াছড়িতে পুশ ইন করা ভারতীয় নাগরিকদের একটি দল। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এদেরকে বিএসএফ গুজরাট থেকে এনে মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে পুশ ইন করেছে বুধবার ভোরে।

বিজিবির তথ্য অনুযায়ী, মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তিনটি পরিবারের ২৭ জন, পানছড়ির রূপসেনপাড়া দিয়ে ২৪ জন, বিটিলা দিয়ে ৬ জন এবং তাইন্দং এলাকা দিয়ে ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। তারা সবাই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং মুসলিম ধর্মাবলম্বী। বাংলা ও গুজরাটি ভাষায় কথা বলতে পারলেও এদের কারও কাছে সেখানকার বৈধ কাগজপত্র ছিল না।

গোমতি ইউনিয়নের আবুল হোসেন মাস্টারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর বিজিবির শান্তিপুর বিওপি থেকে একটি টহলদল তাদের আটক করে। আটক ব্যক্তিরা জানান, গুজরাট থেকে বিমানে করে প্রথমে ত্রিপুরা নিয়ে যাওয়া হয় এবং পরে এলকেপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের চোখ বেঁধে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করানো হয় বলে তাদের ভাষ্য।

পানছড়ি উপজেলার রূপসেনপাড়া ও বিটিলা বিওপি এলাকায় আরও ৩০ জনকে বিজিবি আটক করে। তাদের মধ্যে ২৩ জন নারী, ৩ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় ৪৫০ জনের একটি দলকে পর্যায়ক্রমে একইভাবে পুশ ইন করার পরিকল্পনা রয়েছে।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “বিএসএফ কর্তৃক ৬৬ জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিজিবি দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করেছে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে কাজ চলছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পুশ ইন আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আচরণের পরিপন্থী। এতে সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।