বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেলে ভারত থেকে পেঁয়াজবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের খবরের পরপরই দেশের বাজারে এর বড় প্রভাব পড়েছে। আমদানির খবরে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত কমেছে।
রোববার (গতকাল) বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে নাসিক জাতের পেঁয়াজবোঝাই তিনটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান রনি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মালেক বাবু জানান, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে শীঘ্রই এই পেঁয়াজ বাজারে ছাড়া হবে।
হিলিতে তাৎক্ষণিক প্রভাব
আমদানির খবরে হিলি বন্দর এলাকার খুচরা বাজারে পেঁয়াজের দামে বড় পতন দেখা গেছে। স্থানীয় খুচরা ব্যবসায়ী মোকারম হোসেন জানান, শনিবার যে পেঁয়াজ ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, রোববার তা ১০০ টাকায় নেমে এসেছে। এছাড়া দেশি মুড়িকাটা পেঁয়াজের দাম ১১০ টাকা থেকে কমে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম জানান, দেশি কৃষকের স্বার্থ বিবেচনায় গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সরকার পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ রেখেছিল। এতে সম্প্রতি বাজার অস্থির হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার পর পুনরায় আমদানির অনুমতি মেলে।
সন্ধ্যায় হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এ আর জামান বাঁধন জানান, ব্যবসায়ীরা শুল্কায়ন ও পরীক্ষণের জন্য আবেদন করলেই দ্রুত কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করে পেঁয়াজ খালাস দেওয়া হবে।










