Home সারাদেশ ভারত থেকে পেঁয়াজ আসছে, সোমবার সোনামসজিদে এল ৬১ ট্রাক

ভারত থেকে পেঁয়াজ আসছে, সোমবার সোনামসজিদে এল ৬১ ট্রাক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: সোনামসজিদ স্থলবন্দরে এক দিনে ৬১টি ট্রাকে ১,৭৪০ টন পেঁয়াজ আমদানি হয়েছে ভারত থেকে।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আমদানি কার্যক্রমের তথ্য নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১৪, ১৭ ও ১৮ আগস্ট-এ তিন দিনে মোট ৯২টি ট্রাকে ২,৩৪৯ টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে।

মাইনুল ইসলাম জানান, “আজ ৬১টি ট্রাক পেঁয়াজ এসেছে। আগামীকাল ভারত থেকে পেঁয়াজ আসবে কি না, এ বিষয়ে এখনও আমাদের কাছে কোনো নিশ্চিত খবর নেই।”

এই আমদানি চলমান মরসুমে দেশজুড়ে পেঁয়াজের সরবরাহ সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।