দখলকে কেন্দ্র করে মামলা ও অভিযোগ-প্রতিঅভিযোগ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: শার্শা উপজেলার একটি পেট্রোল পাম্প দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা আনোয়ার হোসেন ওরফে আইনাল এবং মালিক পরিবারের মধ্যে উত্তেজনা ও মামলা-আনমালের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বৈধ মালিকানা উপেক্ষা করে জাল দলিল, নকল স্বাক্ষর ও সশস্ত্র হামলার মাধ্যমে পাম্প দখলের চেষ্টা চালানো হচ্ছে।
রোববার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মালিকের মেয়ে তনিমা তাসনুমা জানান, তার পিতা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বৈধভাবে জমি কিনে ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ স্থাপন করেছিলেন। পিতার মৃত্যুর পর ২০২৩ সাল থেকে বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং তার সহযোগীরা ধারাবাহিকভাবে জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা চালাচ্ছে। তাসনুমা অভিযোগ করেন, শুধু জাল দলিল নয়, বিচারকের স্বাক্ষর নকল করে হস্তান্তর চুক্তিপত্রও তৈরি করা হয়েছে।
তিনি বলেন, সর্বশেষ ১৯ সেপ্টেম্বর আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জোরপূর্বক ফিলিং স্টেশনে প্রবেশ করে ব্যবস্থাপককে বের করে দেয় এবং চাবি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, স্থানীয় পুলিশ জানানো হলেও অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ৬ কোটি ৮ লাখ টাকায় জমি ও ফিলিং স্টেশন ক্রয় করেছেন এবং ১৯৯৯ সাল থেকে তা পরিচালনা করছেন। তার দাবি, চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাম্প তার দখলে ছিল, কিন্তু প্রতিপক্ষ দলিল না মানা ও রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে পাম্প জবরদখল করেছে।
শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে।