Home Second Lead পোপ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, সামনে কনক্লেভ

পোপ নির্বাচন নিয়ে ধোঁয়াশা, সামনে কনক্লেভ

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে ১৪০ কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টানদের নেতৃত্বের প্রশ্নে এখন দোদুল্যমান সময় চলছে। পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনও নিশ্চিত নন এমনকি নির্বাচনে অংশ নেওয়া কার্ডিনালরাও। বুধবার (৭ মে) শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত কনক্লেভ। ১৩৩ জন কার্ডিনাল গোপন ভোটের মাধ্যমে সেখানে নির্বাচিত করবেন পরবর্তী পোপকে।
এখনো ঠিক হয়নি মন: কার্ডিনালদের দ্বিধা: এবারই প্রথম কনক্লেভে অংশ নেয়া ব্রিটিশ কার্ডিনাল ভিনসেন্ট নিকোলস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আমার তালিকা প্রতিদিনই বদলাচ্ছে, এবং আমি মনে করি আগামী কয়েক দিনেও তা বদলাবে। এই প্রক্রিয়া এখনো সম্পূর্ণভাবে শেষ হয়নি।” এ বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, পোপ নির্বাচন যতটা আধ্যাত্মিক, ততটাই রাজনৈতিক ও কৌশলনির্ভরও।
কার্ডিনালরা প্রতিদিন আলোচনা সভায় মিলিত হচ্ছেন, যেখানে চার্চের ভবিষ্যৎ নীতি, নেতৃত্ব এবং বৈশ্বিক সংকট নিয়ে মুক্তভাবে মতবিনিময় চলছে। যদিও এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় দু’টি নাম ঘুরে ফিরে আসছে বারবার:
কার্ডিনাল পিয়েত্রো পারোলিন (ইতালি): ভ্যাটিকানের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে চীনের সঙ্গে সমঝোতা এবং কিছু অভ্যন্তরীণ সংকট নিয়ে সমালোচনার মুখে রয়েছেন তিনি।
কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে (ফিলিপাইন): ৬৭ বছর বয়সী এই এশীয় কার্ডিনাল চার্চের সংস্কারপন্থী চেহারা ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগের জন্য পরিচিত। তাঁকে “এশিয়ান ফ্রান্সিস” বলেও আখ্যায়িত করা হয়।
কনক্লেভের গোপনীয়তা ও পবিত্রতা: নির্বাচনী প্রক্রিয়াটি সম্পূর্ণ গোপনীয়। নির্বাচনের দিন কার্ডিনালরা একটি নির্দিষ্ট হোটেলে বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। বাইরের জগতের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ থাকবে না।
ভোটের প্রতিটি রাউন্ড শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে ধোঁয়া বের হয়। সাদা ধোঁয়া মানে পোপ নির্বাচিত, কালো ধোঁয়া মানে সিদ্ধান্ত হয়নি।
নতুন পোপ হবেন সংস্কারের ধারক না কি ঐতিহ্যের ধারক, তা নিয়ে এখনও বিভক্ত মতামত রয়েছে। পোপ ফ্রান্সিসের সময়কালে চার্চ অনেক ক্ষেত্রে উদার হয়েছে। বিশেষত নারীর ভূমিকা, পরিবেশবাদ, LGBTQ বিষয়ে সহনশীলতা। এই ধারাকে কেউ কেউ এগিয়ে নিতে চান, কেউ আবার ফিরিয়ে আনতে চান রক্ষণশীলতা।
বিশ্লেষকরা বলছেন, এ কনক্লেভে শুধুমাত্র ধর্মীয় যোগ্যতা নয়, বরং ভৌগলিক প্রতিনিধি ভারসাম্য, কূটনীতি, সংস্কারপন্থা এবং আধ্যাত্মিকতা ইত্যাদি সবকিছুর সমন্বয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।