আন্তর্জাতিক ডেস্ক:
রোমের বিখ্যাত সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বৃহস্পতিবার আবারও উঠেছে কালো ধোঁয়া, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দ্বিতীয় দিনের ভোটেও ১৩৩ জন কার্ডিনালের মধ্য থেকে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন করা সম্ভব হয়নি। গোপন এই ধর্মীয় প্রক্রিয়ার দ্বিতীয় দিনে রোমান ক্যাথলিক বিশ্বের নতুন ধর্মগুরু নির্বাচনের প্রত্যাশায় আগ্রহে অপেক্ষা করছিল বিশ্বজুড়ে খ্রিষ্টান সম্প্রদায়।
দিনের শুরুতে পলিন চ্যাপেলে পবিত্র মেসের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সিস্টিন চ্যাপেলে একসঙ্গে প্রার্থনা শেষে কার্ডিনালদের ভোটপর্ব শুরু হয়। সকালে দুই দফা ভোটের পর মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। এরপর বিকেলে আরও দুটি ভোটের সুযোগ ছিল। যদি তাতেও ফল না আসে, তবে রাত সাড়ে সাতটায় দিনটির ভোটপ্রক্রিয়া সমাপ্ত হবে বলে জানানো হয়।
এই ঐতিহ্যবাহী প্রক্রিয়ায়, যেকোনো একজন প্রার্থীকে নির্বাচিত করতে প্রয়োজন মোট ভোটের দুই তৃতীয়াংশ সমর্থন। তবে দ্বিতীয় দিনের দুই দফা ভোট শেষে তা অর্জন হয়নি। হাজার হাজার দর্শনার্থী ও তীর্থযাত্রী সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়ে চিমনির ধোঁয়ার রঙ দেখার অপেক্ষায় ছিলেন। তবে দুপুরে আবারও কালো ধোঁয়া বের হলে হতাশা ছড়িয়ে পড়ে।
এদিকে, নির্বাচনের উত্তেজনার মধ্যে ইতালির কাস্তেল লিতেজ্জিও শহরে ছোট একটি বাড়িতে টেলিভিশনের সামনে বসে রয়েছেন ৯০ বছর বয়সি মারিয়া তাদিনি। তিনি অপেক্ষা করছেন জানতে, তার ছেলে কার্ডিনাল পিয়েরবাতিস্ত পিজ্জাবাল্লা কি নতুন পোপ হচ্ছেন কিনা। জেরুজালেমে দীর্ঘদিন সেবা দিয়ে যাওয়া পিজ্জাবাল্লা ২০২৩ সালে হামাসের হাতে অপহৃত শিশুদের মুক্তির জন্য নিজেকে জিম্মি হিসেবে প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেন।
তাদিনি বলেন, “সে রোমে যাক বা জেরুজালেমে ফিরে যাক, যেটাই হোক সে সব সময় দায়িত্ব পালন করেছে।”
এদিকে পোপ নির্বাচনে বয়স সীমার কারণে অংশগ্রহণ করতে না পারলেও কার্ডিনালদের ডিন জিওভান্নি বাতিস্ত রে মন্তব্য করেন, “নতুন পোপকে প্রযুক্তি-আবৃত এই জগতে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগাতে হবে। আমরা ঈশ্বরকে ভুলে যাচ্ছি, জাগরণের প্রয়োজন।”
পোপ নির্বাচনের এই গোপনীয়তার ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলে আসছে। কোনো ধরনের বাহ্যিক যোগাযোগের অনুমতি নেই। এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করা হয় সিস্টিন চ্যাপেলের ভিতরে কোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা মোবাইল না থাকে।
নতুন পোপ হিসেবে যাদের নাম ঘুরে ফিরে আসছে, তাদের মধ্যে রয়েছেন ফিলিপাইনের লুইস আন্তোনিও তাগলে, ফ্রান্সের জঁ মারক আভেলিন, হাঙ্গেরির পিটার এরদো এবং ইতালির পিয়েত্রো পারোলিন, মাত্তেও জুপি ও পিজ্জাবাল্লা।
দেখা যাক, কালকের ধোঁয়া কি অবশেষে সাদা হয়ে আসে।