Home চট্টগ্রাম পোশাক শিল্পের জানমাল রক্ষায় যা করা প্রয়োজন সব করব: পুলিশ সুপার আবদুল্লাহ...

পোশাক শিল্পের জানমাল রক্ষায় যা করা প্রয়োজন সব করব: পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদ- এর সাথে মত বিনিময় করছেন বিজিএমইএ নেতৃবৃন্দ
  • এক্সিম ব্যাংকের সমস্যার কারণে প্রায় ৫০ কারখানা বিপাকে
  • প্যাসিফিকের  দুরবস্থা দেখে অন্য মালিকরাও আতঙ্কিত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের পোশাক শিল্পের নিরাপত্তা জোরদারে বিজিএমইএ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিরলসভাবে কাজ করছে। মালিক, শ্রমিক এবং উৎপাদিত পণ্যের নিরাপত্তা নিশ্চিতে এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে তৈরি হয়েছে আস্থার সম্পর্ক।

বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডসহ নানা ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তিনি বলেন, “চট্টগ্রামের পোশাক শিল্পে শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ যে আন্তরিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

 ২২ অক্টোবর বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদ। তিনি বলেন, “পোশাক শিল্পের জানমাল রক্ষায় যা করা প্রয়োজন, আমরা তা করব। পুলিশ ও বিজিএমইএ একসাথে কাজ করলে অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধ করা সহজ হবে।”

বিজিএমইএ’র পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, “কোনো মালিকই শ্রমিকের বেতন না দিয়ে কারখানা চালাতে চান না। এক্সিম ব্যাংকের সাম্প্রতিক সমস্যার কারণে প্রায় ৫০টি কারখানা বিপাকে পড়েছে। যৌথভাবে জোনভিত্তিক মিটিং করলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ সম্ভব।”

পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, “প্যাসিফিকের মতো ভালো কারখানা খুব কম। তাদের দুরবস্থা দেখে অন্য মালিকরাও আতঙ্কিত। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর পুলিশ যে সতর্ক অবস্থান নিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, “৫ আগস্টের পর থেকে পোশাক শিল্প এক ধরনের ক্রান্তিকালে রয়েছে। আন্তর্জাতিক চাপের মধ্যেও পুলিশ প্রশাসন আমাদের পাশে থেকে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে। আগামী কয়েক মাস এই সহযোগিতা অব্যাহত থাকলে বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব।”

সভায় আরও উপস্থিত ছিলেন কে গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান বিজয় শেখ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।