Home আন্তর্জাতিক যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটিশ সংসদ সদস্য বরখাস্ত

যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটিশ সংসদ সদস্য বরখাস্ত

প্যাট্রিক স্পেন্সার। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য প্যাট্রিক স্পেন্সারকে (৩৬) দুইটি পৃথক যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গত ২০২৩ সালের আগস্টে লন্ডনের গরুচো ক্লাবে ঘটে যাওয়া ওই ঘটনায় সোমবার মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। স্পেন্সার বর্তমানে ইংল্যান্ডের সেন্ট্রাল সাফোক ও নর্থ ইপসউইচ আসনের এমপি।

অভিযোগ অনুযায়ী, ওই রাতে দুটি পৃথক ঘটনায় দুই নারী এই এমপির দ্বারা নিপীড়নের শিকার হন। তদন্তে সহযোগিতা করতে গত ১৩ মার্চ প্যাট্রিক স্বেচ্ছায় লন্ডনের এক পুলিশ স্টেশনে হাজির হয়েছিলেন বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।

অভিযোগ প্রকাশ্যে আসার পর কনজারভেটিভ পার্টি মঙ্গলবার তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং হাউজ অব কমন্সের হুইপও প্রত্যাহার করেছে। দলীয় চিফ হুইপ রেবেকা হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্যাট্রিক স্পেন্সারকে সংসদীয় ভবনে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।

ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের অনুমোদনের ভিত্তিতে পুলিশ স্পেন্সারের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করে এবং তাকে আগামী ১৬ জুন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্যাট্রিক স্পেন্সার ব্রিটিশ অভিজাত রাজনীতিবিদ মাইকেল স্পেন্সারের ছেলে। তিনি গত বছরের সাধারণ নির্বাচনে মাত্র ৪,২৯০ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। পার্লামেন্টে তার প্রথম বক্তৃতায় তিনি বলেন, “রাজনীতিতে নৈতিকতা ফিরিয়ে আনা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেন, “আমরা স্বচ্ছতা ও নৈতিকতার পক্ষে। তাই দ্রুত ও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্যাট্রিক স্পেন্সারকে সাময়িকভাবে বরখাস্ত এবং হাউজ অব কমন্সের হুইপ প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলাকালীন আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।”

মেট পুলিশ জানিয়েছে, “গরুচো ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগে প্যাট্রিক স্পেন্সারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”