বিজনেসটুডে২৪ ডেস্ক: চীনে প্রজেভালস্কি ঘোড়ার সংখ্যা এখন ৯০০–এর বেশি। এটা বিশ্বের মোট সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। প্রজেভালস্কি ঘোড়া হলো বিশ্বের একমাত্র অবশিষ্ট বন্য ঘোড়া প্রজাতি।
চীন ১৯৮৫ সাল থেকে এই প্রজাতির পুনঃপ্রবর্তন শুরু করে। শিনজিয়াং ও গানসু প্রদেশে প্রজনন ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়।
এই কেন্দ্রগুলোতে দীর্ঘমেয়াদি প্রজনন, স্বাস্থ্য পরীক্ষা, জিনগত বৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশে ধাপে ধাপে ছেড়ে দেওয়ার মাধ্যমে ঘোড়ার সংখ্যা বাড়ানো হয়।
শিনজিয়াং–এর গবেষণা ও প্রজনন কেন্দ্রে বর্তমানে ৫৪৬টি প্রজেভালস্কি ঘোড়া রয়েছে। ১৯৯০–এর দশক থেকে ১৮ দফায় ১৪৬টি ঘোড়া প্রাকৃতিক তৃণভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। গানসু অঞ্চলে রয়েছে ২৫০–এর বেশি ঘোড়া।
অনেক ঘোড়া আধা–বন্য পরিবেশে বাস করছে। গ্রীষ্মে তারা প্রাকৃতিকভাবে চারণভূমি থেকে খাদ্য সংগ্রহ করে। শীতে অতিরিক্ত খাদ্য ও সুরক্ষা দেওয়া হয়।
বিজ্ঞানীরা লক্ষ্য ঠিক করেছেন, একটি টেকসই ও সম্পূর্ণ বন্য প্রজননশীল দল গড়ে তুলতে হবে। সেখানে অন্তত ২ হাজার ৫০০ প্রাপ্তবয়স্ক ঘোড়া থাকবে।
সেই লক্ষ্য পূরণে তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করছেন। ডিএনএ পরীক্ষা, কৃত্রিম প্রজনন, রোগ নিয়ন্ত্রণ এবং জিনগত বৈচিত্র্য সংরক্ষণের জন্য পরিকল্পিত প্রজনন কর্মসূচি চলছে।
চীনের এই প্রচেষ্টা কেবল প্রজেভালস্কি ঘোড়ার সংখ্যা বাড়ায়নি, বিশ্বে প্রজাতি পুনঃপ্রবর্তনের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এখনও পুরোপুরি বন্যায়ন অর্জিত না হলেও গত ৪০ বছরের ধারাবাহিক প্রচেষ্টা চীনের পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে।
প্রতিবেদনটি ভালো লাগে, তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান।