Home আন্তর্জাতিক প্রতারণা নয়, যেন সিনেমার স্ক্রিপ্ট! রেশমার নাটক ফাঁস

প্রতারণা নয়, যেন সিনেমার স্ক্রিপ্ট! রেশমার নাটক ফাঁস

রেশমা। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক

গায়ে হলুদের রঙ না শুকাতেই হাতে হাতকড়া! বরপক্ষের বাড়িতে নয়, বিয়ের সাজে রেশমা ধরা পড়লেন পুলিশের হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন-কেরালার এই ‘সিরিয়াল কনে’র কীর্তিকলাপ শুনলে চোখ কপালে উঠবে। এক বা দুই নয়, অন্তত সাতবার বিয়ে করে গয়না ও অর্থ আত্মসাৎ করেছেন তিনি-এ যেন খাঁটি সিনেমার কাহিনি!

ইরনাকুলামের কণজিরামাট্টম এলাকার বাসিন্দা রেশমা চন্দ্রশেখরন বিয়ের দিন সকালে বিউটি পার্লারে বসে ছিলেন, মেকআপের শেষ তুলির আঁচড় চলছিল। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ে পুলিশ। বরপক্ষের অভিযোগের ভিত্তিতে তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। অভিযোগ—তিনি প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তিকে বিয়ে করে গয়না ও টাকা আত্মসাৎ করেছেন।

রেশমার বিরুদ্ধে তথ্যপ্রমাণ হাতে পেয়েছে পুলিশ। তার মোবাইল ফোনে আগের বিয়ের ছবি, কথোপকথন ও লেনদেন সংক্রান্ত নানা প্রমাণ মিলেছে। এমনকি আগের একজন ‘স্বামী’ দাবি করেছেন, তাদের বিয়ে এখনো বৈধভাবেই টিকে আছে!

স্থানীয় সূত্র বলছে, রেশমার কৌশল ছিল খুবই অভিনব। প্রথমে সামাজিক মাধ্যমে বা আত্মীয়-পরিচয়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করতেন, তারপর নিজেকে একা, সহানুভূতির যোগ্য ও ‘পারিবারিকভাবে অবহেলিত’ রূপে তুলে ধরতেন। এরপরই আসত বিয়ের প্রস্তাব—আর বিয়ের কিছুদিনের মধ্যেই উধাও হয়ে যেতেন সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে।

ঘটনার পরপরই এলাকাজুড়ে শুরু হয় আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে হ্যাশট্যাগ: #সিরিয়াল_ব্রাইড। কেউ বলছেন, “এমন কাহিনি তো সিনেমাতেও পাওয়া যায় না!” আবার কেউ রীতিমতো কৌতুক করে বলছেন, “বিয়ে নয়, যেন ধানক্ষেতে ঘুঘু বসানো হয়েছে!”

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও ভুক্তভোগীদের খোঁজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেশমাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

📢 আপনার মতামত কী?
রেশমার এই ‘বিয়ে নাটক’ কি সমাজে বিশ্বাসঘাতকতার নতুন মাত্রা যোগ করল, নাকি এ কেবলই একক অপরাধীর প্রতারণার গল্প? নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

👇 আপনিও কি এমন প্রতারণার শিকার হয়েছেন?
আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। 📬
📡 বিজনেসটুডে২৪.কম – খবর যেভাবে ঘটছে, ঠিক সেভাবেই!