Home Third Lead প্রতারণার ৭ মামলায় গ্রেপ্তার যুবলীগ নেত্রী লাবণ্য

প্রতারণার ৭ মামলায় গ্রেপ্তার যুবলীগ নেত্রী লাবণ্য

ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী পরিচয়ধারী লাজলী আক্তার লাবণ্য চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম।

সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈন উদ্দিন চৌধুরী জানান, লাবণ্য চৌধুরীর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানাগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জিআর মামলা, সিরাজগঞ্জ সদর থানার সিআর মামলা এবং ঢাকার বংশাল থানার সিআর মামলা।

ওয়ারেন্ট কার্যকর করে গ্রেফতারের পর লাবণ্যকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, লাবণ্য দীর্ঘদিন ধরে নিজেকে যুবলীগ নেত্রী হিসেবে পরিচয় দিতেন। তবে তিনি সংগঠনের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন না। অভিযোগ রয়েছে, এই পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন সময় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং প্রতারণার মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণার একাধিক মামলায় অভিযুক্ত। বর্তমানে তার বিরুদ্ধে নতুন করে আরও কয়েকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

🔹 প্রসঙ্গত, লাবণ্য চৌধুরী অতীতে কয়েকজন প্রভাবশালী যুবলীগ নেতার ঘনিষ্ঠ পরিচিতি ব্যবহার করে নিজেকে কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী হিসেবে উপস্থাপন করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে