Home আন্তর্জাতিক সহপাঠীর চড়ের বদলা পাথরে! ৫০ বছর পর রিইউনিয়নে রক্তাক্ত ঘটনা

সহপাঠীর চড়ের বদলা পাথরে! ৫০ বছর পর রিইউনিয়নে রক্তাক্ত ঘটনা

স্কুলের ‘রিইউনিয়নে’ আক্রান্ত সেই সহপাঠী ভি জে বাবু। ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

কেরালার কাসারগড়ে এক প্রাক্তনীদের স্কুল রিইউনিয়ন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। যেখানে পুরনো বন্ধুত্ব উদযাপনের কথা, সেখানেই ঘটে গেল এক রক্তাক্ত হামলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, এই রিইউনিয়নে অংশ নিয়েই ৫০ বছর আগে পাওয়া অপমানের প্রতিশোধ নিতে গিয়েই এক ব্যক্তি তার প্রাক্তন সহপাঠীর মুখে পাথর ছুড়ে মারেন।

গত ২ জুন কাসারগড়ের এক সরকারি স্কুলে আয়োজিত হয় পুরনো ছাত্রছাত্রীদের রিইউনিয়ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালকৃষ্ণণ, ম্যাথু বালিয়াপ্পালাক্কল এবং ভি জে বাবু তিনজনই ওই স্কুলে চতুর্থ শ্রেণিতে একসঙ্গে পড়াশোনা করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ বাবুকে দেখে বালকৃষ্ণণ চরম রেগে যান। কিছু না বলেই তিনি বাবুর উপর ঝাঁপিয়ে পড়েন এবং মুখ ও ঘাড় লক্ষ্য করে পাথর দিয়ে মারধর করেন।

প্রত্যক্ষদর্শী ও রিইউনিয়নে অংশগ্রহণকারী গিরিশ পানিক্কর বলেন, “পুরো বিষয়টি এত হঠাৎ ঘটল, আমরা বুঝতেই পারিনি। রিইউনিয়নের মতো জায়গায় এমন কিছু ঘটতে পারে, ভাবতে পারিনি।”

স্থানীয় নারী অংশগ্রহণকারী অনিতা নায়ার বলেন, “বাল্যকালের কথা মনে করে হাসি-আনন্দ করার সময় ওরা এমন এক ভয়ঙ্কর কাজ করে ফেলল। বাবু দার মুখে রক্ত দেখে ভয় পেয়ে যাই। পরে শুনি, এটা নাকি ৫০ বছর আগের একটা ঘটনার প্রতিশোধ!”

পুলিশ জানিয়েছে, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বালকৃষ্ণণকে চড় মেরেছিলেন বাবু। সেই ‘অপমান’ আজও বালকৃষ্ণণের মনে গভীরভাবে গেঁথে ছিল। সেই কারণেই এতদিন পর এমন ভয়ানক প্রতিশোধ। হামলায় সহায়তার অভিযোগে ম্যাথুকেও আটক করা হয়েছে।

আহত ভি জে বাবুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মুখে ও ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে, তবে প্রাণের ঝুঁকি নেই।

কাসারগড় থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। এটি একটি শিশু বয়সের স্মৃতি হলেও, কেউ যে এত বছর পর সেটিকে বাস্তব হামলায় পরিণত করবে, তা ভাবা কঠিন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, অতীতের স্মৃতি যতই যন্ত্রণার হোক, তা যদি নিয়ন্ত্রণে না রাখা যায়, তাহলে এমন নির্মম পরিণতি ঘটতে পারে।