Home First Lead যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

 দুই পরিবারের দীর্ঘ আলাপ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের মূল খুঁটিনাটি
  • আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তারেক রহমান যমুনায় প্রবেশ করেন।
  • তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
  • প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং তাঁর কন্যা দিনা ইউনূস তাঁদের অভ্যর্থনা জানান।
হৃদ্যতাপূর্ণ পরিবেশে দীর্ঘ আলোচনা:
সূত্র জানায়, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সাক্ষাতে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনার চেয়ে দুই পরিবারের মধ্যকার কুশল বিনিময় ও ব্যক্তিগত আলাপচারিতাই প্রাধান্য পেয়েছে। দীর্ঘদিন পর দেশে ফেরা তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা। একইভাবে তারেক রহমানও প্রধান উপদেষ্টা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই দীর্ঘ বৈঠক রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পর্কের এক নতুন সেতুবন্ধন হিসেবে বিবেচিত হচ্ছে।
রাত সাড়ে আটটার পর তারেক রহমান ও তাঁর পরিবার যমুনা ত্যাগ করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষই বেশ উৎফুল্ল ছিলেন বলে জানা গেছে।