দুই পরিবারের দীর্ঘ আলাপ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের মূল খুঁটিনাটি
- আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তারেক রহমান যমুনায় প্রবেশ করেন।
- তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
- প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং তাঁর কন্যা দিনা ইউনূস তাঁদের অভ্যর্থনা জানান।



হৃদ্যতাপূর্ণ পরিবেশে দীর্ঘ আলোচনা:






