Home First Lead ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
ঢাকা: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; বরং এটি হবে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প সরকারের হাতে নেই।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করতে হবে। একইসঙ্গে মাথায় রাখতে হবে—এই নির্বাচন কেবল একটি রাজনৈতিক কার্যক্রম নয়, এটি হবে আগামী বাংলাদেশের ভিত্তি নির্মাণের সূচনা।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হলো সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতো সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বাস্তবায়নকেও অগ্রাধিকার দিতে হবে।

দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া পর্যালোচনায় গঠিত ছয় সদস্যবিশিষ্ট কমিটির প্রস্তাবনাও উপস্থাপন করা হয়।

কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবেন। একইসঙ্গে প্রক্রিয়াটিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বৈঠকে অংশ নেন।

-বাসস