Home সারাদেশ রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালি

মোঃমাসুদ রানা, রামগড়: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, অগ্রণী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক মিঠুন ভৌমিক এবং রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তি তৈরি করে নিরাপদ ও বৈধ পথে বিদেশগমন নিশ্চিত করা গেলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে এবং তা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। একই সঙ্গে প্রবাসীদের অধিকার রক্ষা ও তাদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর গুরুত্বের কথাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থার প্রতিনিধি, ট্রাভেল এজেন্ট মালিক, ব্যবসায়ী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।