শিপিং ডেস্ক:
নিউ ইয়র্ক বন্দরে শুভেচ্ছা সফর শেষে ফেরার সময় মেক্সিকো নৌ-বাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেলে দুই নৌক্যাডেট নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ ‘কুয়াহটেমোক’ ব্রুকলিন ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। তখন জাহাজের মাস্টে দাঁড়িয়ে ছিলেন অনেক নৌক্যাডেট। ধাক্কার ফলে তিনটি মাস্টের উপরের অংশ ভেঙে যায় এবং কিছু নাবিক হাওয়ায় ঝুলে পড়েন। দৃশ্যটি দেখে স্থানীয়দেরর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কেউ কেউ নিরাপদ আশ্রয়ে যান।
জাহাজটির গতি ছিল তুলনামূলকভাবে বেশ দ্রুত। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে কিছু বিশেষজ্ঞের ধারণা, টাগ বোট দিয়ে ঠেলে জাহাজটিকে সোজা করার পর ইঞ্জিন রিভার্স মোডেই আটকে যায়, ফলে জাহাজটি পেছনের দিকে গিয়ে ব্রিজে ধাক্কা খায়।
ঘটনার সময় অনেকে ভিডিও ও ছবি ধারণ করেন। যেগুলোতে দেখা যায়, জাহাজটি স্রোত ও হালকা বাতাসের সহায়তায় সোজা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এমন গুরুত্বপূর্ণ নৌযাত্রায় জাহাজটির সঙ্গে একটি টাগ বোট বাঁধা ছিল না কেন।
দুর্ঘটনার সময় মাস্টে দাঁড়ানো নৌক্যাডেটদের অনেকেই দড়িতে বাঁধা থাকলেও ভয়াবহ পরিস্থিতির শিকার হন। যদিও কেউ পানিতে পড়েননি, তবু ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুই নৌক্যাডেটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এক বিবৃতিতে বলেন, “নিউ ইয়র্ক বন্দরে মেক্সিকোর প্রশিক্ষণ জাহাজ কুয়াহটেমোক-এর এই দুঃখজনক দুর্ঘটনায় দুই নৌক্যাডেটের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবারদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা ও সহানুভূতি রইল।”
জাহাজটি নিউ ইয়র্কে এক সপ্তাহ অবস্থান শেষে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ব্রিজে ধাক্কা লাগার পর জাহাজটি থেমে যায় এবং তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু হয়।
দুর্ঘটনার তদন্ত চলছে। জাহাজ পরিচালনা প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষতঃ বড় নৌযান চলাচলের সময় টাগ বোটের সঠিক ভূমিকা ও ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।