Home First Lead উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : আহত ২৯, একজনের মৃত্যু

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : আহত ২৯, একজনের মৃত্যু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে এটি ভেঙে পড়ে। এতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত হয়েছেন অন্তত ২৯ জন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে স্কোয়াড্রন লিডার তোকির ছিলেন বলে বিমান সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।”

উত্তর ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা রিফাত খান জানান, মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের পাশে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুলে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৯ জন দগ্ধ হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী শিশুসহ অন্তত ২৯ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র বলছে, দুর্ঘটনার পরপরই অনেকে দৌড়ে এসে উদ্ধার কাজে অংশ নেন। আহতদের কেউ কেউ কাছাকাছি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এখনও বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জন

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বেলা সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী। ইনস্টিটিউটের ভর্তি তালিকায় ওই ২৮ জনের নাম রয়েছে। দগ্ধরা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।’