Home আন্তর্জাতিক পূর্ব এশিয়ায় প্রথম প্রাগৈতিহাসিক কাঠের হাতিয়ার আবিষ্কৃত

পূর্ব এশিয়ায় প্রথম প্রাগৈতিহাসিক কাঠের হাতিয়ার আবিষ্কৃত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ইউনান প্রদেশে আবিষ্কৃত হয়েছে ৩ লাখ বছরেরও বেশি পুরোনো কাঠের হাতিয়ার, যা পূর্ব এশিয়ায় প্রথমবারের মতো প্যালিওলিথিক যুগের কাঠের শিল্পের স্পষ্ট প্রমাণ দিল। ইউনান প্রদেশের কুনমিং শহরের কাছে ফুশিয়ান হ্রদের দক্ষিণ প্রান্তে অবস্থিত গান্তাংছিং এলাকায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান বিজ্ঞানীরা।

২০১৫ ও ২০১৮ সালের খননকার্যে আবিষ্কৃত এই কাঠের নিদর্শন নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল সায়েন্সে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গান্তাংছিং এলাকায় প্রাপ্ত প্রায় ১ হাজার কাঠের নিদর্শনের মধ্যে ৩৫টি হাতিয়ারে স্পষ্টভাবে উদ্দেশ্যমূলক নির্মাণ ও ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে।

প্রত্নতত্ত্ববিদ গাও শিং, যিনি চীনা একাডেমি অব সায়েন্সের অধীনে ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালিওন্টোলজি অ্যান্ড প্যালিওঅ্যান্থ্রোপোলজির সঙ্গে যুক্ত, চায়না নিউজকে জানান, এ আবিষ্কার বিশ্বমানের প্রত্নতাত্ত্বিক চমক।

এই হাতিয়ারগুলো মূলত উদ্ভিদ সংগ্রহ ও খননের কাজে ব্যবহৃত হতো। কাঠের তৈরি ছিল খুঁড়ার লাঠি বা ডিগিং স্টিক, যার গায়ে টিউবার জাতীয় গাছের শিকড়ের স্টার্চের চিহ্ন মিলেছে। অধিকাংশ হাতিয়ার ছিল পাইন গাছের কাঠ দিয়ে তৈরি, তবে কিছু ছিল শক্ত কাঠেরও।

গবেষণা অনুযায়ী, এই এলাকা পূর্ব এশিয়ার প্রথম কাঠের হাতিয়ার আবিষ্কারের স্থান হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। পূর্বে আফ্রিকা ও পশ্চিম ইউরেশিয়াতেই কেবল এমন কাঠের নিদর্শন মিলেছিল, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জার্মানির শোয়েনিনজেনের শিকারি হাতিয়ারসমূহ। তবে চীনের গান্তাংছিংয়ের নিদর্শনগুলো ছিল আরও বৈচিত্র্যময় ও ক্ষুদ্রাকৃতির, যা সংগ্রহ ও উদ্ভিদভিত্তিক কাজে ব্যবহৃত হতো।

এখানে চারটি কাঠের হাতুড়ির সন্ধানও পাওয়া গেছে, যা পূর্ব এশিয়ার প্রাচীনতম হাতুড়ি বলেই মনে করছেন গবেষকেরা। একটি সম্পূর্ণ কাঠের তৈরি, আর বাকিগুলো কাঠ ও হরিণের শিংয়ের সমন্বয়ে তৈরি।

এই এলাকা ছিল হ্রদের তীরবর্তী, যেখানে জলস্তর পরিবর্তনের ফলে মানুষের বসতি স্থানান্তর হত। জমাট কাদামাটি আর আর্দ্র পরিবেশ কাঠের নিদর্শনগুলিকে বাতাসের অক্সিজেন থেকে রক্ষা করায় এমন দীর্ঘসময় সংরক্ষণ সম্ভব হয়েছে।

এই আবিষ্কার প্রমাণ করে যে, মানব সভ্যতার প্রাথমিক প্রযুক্তি কাঠ নির্ভর ছিল এবং কেবল পাথরের নিদর্শন দিয়ে অতীত প্রযুক্তির জটিলতা বোঝা অসম্পূর্ণ থেকে যায়।