বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। নিহত আলভী ধানমন্ডির ডক্টর মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (১৬ মে) রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আলভী ও আশরাফুল একসঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ তিন থেকে চারজন অজ্ঞাতনামা যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আলভী ও আশরাফুলকে রক্তাক্ত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুল বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলভীর মামি মাহি বেগম জানান, আলভী পড়াশোনার পাশাপাশি খুবই ভদ্র ও নিরীহ স্বভাবের ছিল। তার কোনো শত্রুতা ছিল না বলে পরিবারের ধারণা। হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নন তারা। তিনি আরও জানান, আলভীর সঙ্গে থাকা আশরাফুল তাদের এলাকারই ছেলে এবং আলভীর বন্ধু। তাদের উভয়ের বাসা হাজারীবাগের বিজিবি ৫ নম্বর গেট এলাকায়।
নিহত আলভীর বাবার নাম মশিউর খান পাপ্পু এবং আহত আশরাফুলের বাবার নাম মোহাম্মদ মাসুদ। হামলার পর তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার মধ্যেও আলভীকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে আটটার দিকে দুইজনকে গুরুতর জখম অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। এরমধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজনের চিকিৎসা চলছে। এ বিষয়ে ধানমন্ডি থানাকে অবহিত করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা, ছিনতাই নাকি অন্য কোনো উদ্দেশ্যে হয়েছে তা এখনো নিশ্চিত নয়।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। নিহত আলভীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।