Home সারাদেশ সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন নারী চিকিৎসক

সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন নারী চিকিৎসক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট শহরে ট্রাকের ধাক্কায় রিকশা-যাত্রী এক নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে নগরীর শেখঘাটের জিতু মিয়ার পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শামসুল হাবিব।

নিহত চিকিৎসকের নাম রহিমা খানম জেসি। বয়স ৩২ বছর। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাড়ি দক্ষিণ সুরমা এলাকায়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের ভাষ্যমতে, একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে সামনের দিক থেকে ধাক্কা দিলে জেসি গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

পরিদর্শক শামসুল হাবিব বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।