Home বিনোদন প্রেমিকার সঙ্গে ছুটিতে আমির, লিফটের আয়নায় কিরণের ‘লজ্জাহীন’ রূপ

প্রেমিকার সঙ্গে ছুটিতে আমির, লিফটের আয়নায় কিরণের ‘লজ্জাহীন’ রূপ

বিনোদন ডেস্ক:প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে শহরের বাইরে ছুটি কাটাতে গেছেন আমির খান। মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় এই বলিউড অভিনেতাকে। সেই সময়েই নিজের সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে পরিচালক ও আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও লিখেছেন, “আমি একেবারেই লজ্জিত নই।”

স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পরও আমির ও কিরণের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তারা একসঙ্গে কাজও করেছেন। তবে এদিন আমির যখন প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়েছেন, কিরণ তখন ব্যস্ত ছিলেন নিজের লুক পরিবর্তনে। নতুন করে চুল ছোট করেছেন তিনি। সেই সঙ্গে মজার ছলে জানিয়েছেন, তাঁর আবাসনের লিফটের আয়না ঘরের আয়নার চেয়ে অনেক ভালো এবং এ কারণে তিনি মোটেও লজ্জিত নন।

এই বক্তব্যের সঙ্গে কিরণ শেয়ার করেছেন কয়েকটি ছবি, সবই লিফটের আয়নার সামনে তোলা। দীর্ঘদিন ধরে নিজেকে ক্যামেরার সামনে লাজুক বলে দাবি করলেও সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে গিয়ে পাপারাজ্জিদের সামনে নির্দ্বিধায় পোজ দিয়েছেন তিনি।

অনুরাগীরা কিরণের এই আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত রূপে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, বিচ্ছেদের পর কিরণ আরও স্বাধীন, আত্মপ্রত্যয়ী এবং নতুন রূপে ফিরে এসেছেন।