Home অন্যান্য প্রেম করে বিয়ে, জোয়াল তুলে হাল চাষ! মধ্যযুগীয় বর্বরতা

প্রেম করে বিয়ে, জোয়াল তুলে হাল চাষ! মধ্যযুগীয় বর্বরতা

ছবি - ভিডিও থেকে সংগৃহিত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশার রায়গড়া জেলায় এক নবদম্পতির প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, তা দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে দেশবাসী। সামাজিক রীতিনীতি ভাঙার অভিযোগ তুলে ওই দম্পতিকে ধানের খেতে জোয়াল চাপিয়ে গরুর মতো হাল টানাতে বাধ্য করা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পেছনে কয়েকজন লাঠি হাতে দাঁড়িয়ে থাকলেও কেউ থামাচ্ছেন না, বরং কেউ কেউ হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, নবদম্পতির মধ্যে দূরসম্পর্ক থাকলেও তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং কিছুদিন আগে বিয়ে করেন। কিন্তু গ্রামের লোকজন সেই সম্পর্ক মেনে নেয়নি। ফলে ‘শাস্তি’ হিসেবে তাঁদের মাঠে নামিয়ে চাষে বাধ্য করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, দুজনের ঘাড়ে জোয়াল, তারা হাল টানছে, আর পেছনে কিছু ব্যক্তি লাঠি হাতে দাঁড়িয়ে তাড়া দিচ্ছেন।

শুধু এখানেই থেমে থাকেনি বর্বরতা। পরবর্তীতে তাঁদের স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে ‘শুদ্ধিকরণ’ আচার পালন করা হয়।

রায়গড় জেলার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, “ভিডিও ভাইরাল হতেই আমরা স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছি। অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এমন অমানবিক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের একাংশ বলছে, এটি শুধু সামাজিক অবমাননা নয়, বরং সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এ ধরনের ঘটনা শুধু আইন বিরুদ্ধ নয়, একটি সভ্য সমাজের জন্যও লজ্জাজনক।

উল্লেখ্য, রায়গড় জেলায় এর আগেও এমন সামাজিক ‘শুদ্ধিকরণ’-এর নজির রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক তরুণীর ভিন্ন জাতের ছেলেকে বিয়ের অপরাধে তাঁর পরিবারের ৪০ জন সদস্যকে মাথা কামিয়ে ‘শুদ্ধিকরণ’ করতে বাধ্য করা হয়।

সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, “এটা ২০২৫ সাল, অথচ আমরা এখনও মধ্যযুগীয় বর্বরতায় ডুবে আছি!”

পাঠকদের জন্য সতর্কতা:
এই প্রতিবেদনটি একটি ভাইরাল ভিডিও এবং স্থানীয় তথ্যসূত্রের ভিত্তিতে প্রস্তুত। ভিডিওর স্বতঃসিদ্ধতা নিশ্চিত করেনি বিজনেসটুডে২৪।