Home পরিবেশ প্লাস্টিকের জামায় নীরব প্রতিবাদ, বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বার্তা

প্লাস্টিকের জামায় নীরব প্রতিবাদ, বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বার্তা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতক্ষীরা: পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যে তৈরি প্রতীকী পোশাক পরে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এক ব্যতিক্রমধর্মী ও নীরব প্রতিবাদ জানালেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সাতক্ষীরা জেলার পরিবেশ-সচেতন স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজন করা হয় সচেতনতামূলক কর্মসূচি ‘প্লাস্টিক স্ট্রাইক: আমরা আর পরতে চাই না’। সুশৃঙ্খল ও নিঃশব্দ এই আয়োজন একদিকে যেমন পথচারীদের দৃষ্টি কাড়ে, অন্যদিকে তেমনি সমাজে ছড়িয়ে দেয় এক গভীর বার্তা—প্লাস্টিক দূষণ আর কোনো নিছক বর্জ্য সমস্যা নয়, এটি হয়ে উঠছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য এবং মারাত্মক হুমকি।

ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার তরুণ-তরুণীরা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে সংগ্রহ করেন ব্যবহার শেষে ফেলে দেওয়া প্লাস্টিক পণ্য। পরে সেই প্লাস্টিক দিয়েই নিজেরা হাতে তৈরি করেন পোশাক, যা পরে গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকেন পার্কে নীরব অবস্থানে। কোনো শ্লোগান নয়, কোনো উচ্চস্বরে বক্তব্য নয় শুধু মৌনতা আর চোখে চোখে বলা প্রতিবাদ। বার্তা একটাই—আমরা আর প্লাস্টিক পরতে চাই না।

এই কর্মসূচির মূল বক্তব্য ছিল, “প্লাস্টিক দূষণ আমাদের শরীর এবং পৃথিবীকে ঢেকে দিচ্ছে। এখনই বন্ধ না করলে, একদিন এই দূষণকেই পোশাক হিসেবে বরণ করতে হবে।”

স্বেচ্ছাসেবক সাজেদুল ইসলাম বলেন, “আমি আজ এই জামাটা শখ করে পরিনি। বাধ্য হয়েছি, কারণ যেভাবে প্রতিদিন চারপাশে প্লাস্টিক ছড়িয়ে পড়ছে, তাতে হয়তো একদিন সত্যিই আমাদের এমন জামা পরেই ঘুরতে হবে। প্লাস্টিক এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে—যেটা আমরা কখনো চাইনি।” তিনি আরও বলেন, “এই প্রতিবাদ একা আমার নয়। এটা আমাদের সবার। আজ আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ প্রকৃতিও চুপ হয়ে গেছে। এখন সময় আমাদের কিছু বলার। এখনই সময় প্লাস্টিক দূষণ বন্ধ করার।”

ভিবিডি সাতক্ষীরা জেলার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, “আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে সমাজকে জানাতে চেয়েছি—প্লাস্টিক কোনো নিরীহ জিনিস নয়। এর দূষণ আজ মানুষের জীবন ও ভবিষ্যতের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। সম্মিলিত প্রয়াস ছাড়া এই বিপদ রোধ করা সম্ভব নয়।”

সাধারণ সম্পাদক অর্পণ বসু জানান, “শুধু অন্যকে সচেতন করলেই হবে না, নিজেরাও উদাহরণ হতে হবে। প্লাস্টিকের বিকল্প ব্যবহার, পরিবেশবান্ধব অভ্যাস আর দৃষ্টিভঙ্গি এখন সময়ের দাবি।”

কর্মসূচির সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত পথচারীরা দাঁড়িয়ে ছবি তুলেছেন, অনেকেই অভিনব এই প্রতিবাদ দেখে বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মসূচির ছবি ও বার্তা ছড়িয়ে পড়েছে।

ভিবিডির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও এমন সৃজনশীল, বাস্তবভিত্তিক ও জনসচেতনতামূলক আয়োজন করে যাবে—যেখানে তরুণ প্রজন্ম নিজেরা নায়ক হয়ে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেবে সমাজে।

📣 আপনিও কি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আওয়াজ তুলতে চান?
👉 এখনই পরিবর্তন আনুন—নিজেকে বদলান, সমাজকে বদলান।