বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লার ইসদাইর এলাকায় রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। ঘটনা ঘটে রাত পৌনে ২টায় নারায়ণগঞ্জ আয়কর অফিসের সামনে।
বাস চালক নাসির জানান, রাসেল গার্মেন্টসের শ্রমিকদের সাইনবোর্ড এলাকায় আনা-নেওয়া শেষে তিনি হেলপার নয়নকে নিয়ে বাসে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টায় ঘুম ভেঙে দেখেন চালকের আসনে আগুন জ্বলছে। দ্রুত ডাক-চিৎকার করলে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ফায়ার সার্ভিস এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
চালক জানান, কে বা কারা আগুন দিয়েছে তা তারা দেখেননি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং বাস হেলপারের সতর্কতার কারণে বাসে তেমন ক্ষতি হয়নি। আগুন দেয়ার ঘটনায় অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।










