Home বিনোদন অভিনেত্রী ফাতিমা সানা শেখের সেটে খিঁচুনি, অসহায় বোধ করেছিলেন বিজয় ভার্মা

অভিনেত্রী ফাতিমা সানা শেখের সেটে খিঁচুনি, অসহায় বোধ করেছিলেন বিজয় ভার্মা

বিনোদন ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্র জগতের আলোচিত অভিনেতা বিজয় ভার্মা আবারও ব্যক্তিজীবন ও সহ-অভিনেত্রীর প্রতি দায়িত্বশীল আচরণের কারণে আলোচনায় এসেছেন। জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে দীর্ঘ দুই বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সম্প্রতি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনা চলছে। যদিও এ নিয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

ফাতিমা ও বিজয় নতুন ছবি ‘গুস্তাখ ইশ্ক’-এ জুটি বেঁধে কাজ করছেন। শুটিংয়ের মাঝেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা, যা অভিনেতা বিজয়কে বেশ নাড়িয়ে দেয়। এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিং সেটে আচমকা খিঁচুনি শুরু হয় ফাতিমার। সেই মুহূর্তে তিনি কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

ফাতিমা সানা শেখ আগেও জানিয়েছেন যে তিনি মৃগীরোগে ভুগছেন। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই এই সমস্যার কথা প্রকাশ্যে আনেন তিনি। শুরুতে নিজের অসুস্থতা মেনে নিতে পারেননি অভিনেত্রী। ওষুধ খেতে ভয় পেতেন বলেও জানিয়েছেন। তবে ধীরে ধীরে চিকিৎসা ও সচেতনতার মধ্য দিয়ে অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হন।

‘গুস্তাখ ইশ্ক’-এর শুটিং দিনে ঘটনাটি ঘটে। শটের ফাঁকে বই পড়ছিলেন ফাতিমা। আচমকাই তার আচরণে পরিবর্তন দেখে কাছে গিয়ে পরিস্থিতি বুঝতে পারেন বিজয় ভার্মা। ফাতিমা আগেই দলকে বলে রেখেছিলেন জরুরি অবস্থায় কী করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিলেও বিজয় বলেন, তখন তাকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। পুরো সময়টায় তিনি ফাতিমার হাত ধরে ছিলেন।

পরে ফাতিমাকে বিছানায় শুইয়ে বিশ্রাম দেওয়া হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেও তিনি জানান, ওই সময়ের কিছুই তার মনে নেই।

ঘটনার পরপরই সেটের পরিবেশে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহ-অভিনেত্রী হিসেবে ফাতিমার প্রতি বিজয়ের এমন সহমর্মিতা সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

লাইক দিন 👍, শেয়ার করুন 🔁, এবং মন্তব্যে জানান আপনার মতামত!